উত্তর কলকাতায় মোদী এলে তার পরে দিদিকেও রাস্তায় নাম | বাংলা Video

"উত্তর কলকাতায় মোদী এলে তার পরে দিদিকেও রাস্তায় নামাতে চায় তৃণমূল, ‘উত্তর’ পেতে ফোন দুই বিধায়ককে তৃণমূল চায়, ২৮ মে মোদী উত্তর কলকাতায় রোড-শো করলে ২৯ মে মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মমতাকে দিয়ে রোড-শো করাতে। তবে সমগ্রটাই এখনও পরিকল্পনা স্তরে। মমতা সময় দিলে তবেই তা চূড়ান্ত হবে। আগামী ১ জুন উত্তর কলকাতা ভোট। শাসকদল সূত্রের খবর, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তাঁর নির্ধারিত কর্মসূচির অতিরিক্ত একটি কর্মসূচি করানো হতে পারে। ২৩ এবং ২৭ মে মমতার পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে। কিন্তু তার পরেও ওই লোকসভায় কেন্দ্রে তৃতীয় একটি কর্মসূচি নিতে চাইছে তৃণমূল। সবকিছু পরিকল্পনা মতো এগোলে সেই কর্মসূচি হবে ২৯ মে। ঘটনাচক্রে, তার আগের দিন, ২৮ মে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড-শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থকেরা চাইছেন, মোদীর কর্মসূচির পর দিনই যাতে দিদি স্বয়ং পথে নামেন। সেই সূত্রেই প্রশ্ন উঠেছে, উত্তর কলকাতায় কি তৃণমূলের উপর ‘চাপ’ বাড়ছে? ©BANGLE TIMES"

উত্তর কলকাতায় মোদী এলে তার পরে দিদিকেও রাস্তায় নামাতে চায় তৃণমূল, ‘উত্তর’ পেতে ফোন দুই বিধায়ককে তৃণমূল চায়, ২৮ মে মোদী উত্তর কলকাতায় রোড-শো করলে ২৯ মে মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মমতাকে দিয়ে রোড-শো করাতে। তবে সমগ্রটাই এখনও পরিকল্পনা স্তরে। মমতা সময় দিলে তবেই তা চূড়ান্ত হবে। আগামী ১ জুন উত্তর কলকাতা ভোট। শাসকদল সূত্রের খবর, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তাঁর নির্ধারিত কর্মসূচির অতিরিক্ত একটি কর্মসূচি করানো হতে পারে। ২৩ এবং ২৭ মে মমতার পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে। কিন্তু তার পরেও ওই লোকসভায় কেন্দ্রে তৃতীয় একটি কর্মসূচি নিতে চাইছে তৃণমূল। সবকিছু পরিকল্পনা মতো এগোলে সেই কর্মসূচি হবে ২৯ মে। ঘটনাচক্রে, তার আগের দিন, ২৮ মে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড-শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থকেরা চাইছেন, মোদীর কর্মসূচির পর দিনই যাতে দিদি স্বয়ং পথে নামেন। সেই সূত্রেই প্রশ্ন উঠেছে, উত্তর কলকাতায় কি তৃণমূলের উপর ‘চাপ’ বাড়ছে? ©BANGLE TIMES

#Modi #Mamata

People who shared love close

More like this

Trending Topic