দূরত্ব...... দূরত্ব বেড়ে যাবে আরও । ডাকবে তোকে রা | বাংলা Sad

"দূরত্ব...... দূরত্ব বেড়ে যাবে আরও । ডাকবে তোকে রাত গভীর বারো । গিটারে গান , চায়ে চুমুক সমান করে দেবে গায়ে মাখা ভোরের আলো । দূরত্ব ...... ও দূরত্ব...... ২ কোন উপমহা দেশের কোলে ঘুমিয়ে থাকে এক বেদুইন ? কত দূরে তার মাটির অজুহাত বলতে পারে চশমা প্রবীণ । আ...... আমি পাহাড় হলে তুমি নদীতে ভেসে যাওয়া কত খেলনা বাটি । ঢেউয়ে আসা তুমি নরম বালি আর আমার ছোঁয়ায় কাঁদে কঠিন মাটি । দেখেছি আকাশ পানে , কেউ ধুলোর তুলি টানে । গিটারে গান, চায়ে চুমুক সমান করে দেবে হাওয়ায় ভাসা ভোরের গানে । দূরত্ব..... ও দূরত্ব.... ৩ একটা ধোঁয়ার টান, চাউমিন, পকোড়া গঙ্গা, গরম চা , সানসেট । দেখেছি কত আতশ বাজির খেলা রাতে জড়িয়ে সাদা ব্ল্যাঙ্কেট । ওহ....... একলা লাগে, তাই একলা হাত বাড়াই নিস্তেজ আমার অনুভূতি । ভোলে আম্ফান চুম্বন শ্রাবণের গলায় জড়িয়ে দামী পুঁথি । যত বেনামী আর কমদামী কথা আজকে অকারণ আমি তোমার অপেক্ষায় নতুন তুমি পাওয়ার কারণ ©Satanik Sil"

 দূরত্ব......
দূরত্ব বেড়ে যাবে আরও ।
ডাকবে তোকে রাত গভীর বারো ।
গিটারে গান , চায়ে চুমুক সমান 
করে দেবে গায়ে মাখা ভোরের আলো ।
দূরত্ব ...... ও দূরত্ব......
২
কোন উপমহা দেশের কোলে
ঘুমিয়ে থাকে এক বেদুইন ?
কত দূরে তার মাটির অজুহাত 
বলতে পারে চশমা প্রবীণ ।
আ......
আমি পাহাড় হলে তুমি নদীতে 
ভেসে যাওয়া কত খেলনা বাটি ।
ঢেউয়ে আসা তুমি নরম বালি আর
আমার ছোঁয়ায় কাঁদে কঠিন মাটি ।
দেখেছি আকাশ পানে , 
কেউ ধুলোর তুলি টানে ।
গিটারে গান, চায়ে চুমুক সমান
করে দেবে হাওয়ায় ভাসা ভোরের গানে ।
দূরত্ব..... ও দূরত্ব....
৩
একটা ধোঁয়ার টান, চাউমিন, পকোড়া 
গঙ্গা, গরম চা , সানসেট ।
দেখেছি কত আতশ বাজির খেলা
রাতে জড়িয়ে সাদা ব্ল্যাঙ্কেট ।
ওহ.......
একলা লাগে, তাই একলা হাত বাড়াই 
নিস্তেজ আমার অনুভূতি ।
ভোলে আম্ফান চুম্বন শ্রাবণের 
গলায় জড়িয়ে দামী পুঁথি ।

যত বেনামী আর কমদামী কথা আজকে অকারণ
আমি তোমার অপেক্ষায় নতুন তুমি পাওয়ার কারণ

©Satanik Sil

দূরত্ব...... দূরত্ব বেড়ে যাবে আরও । ডাকবে তোকে রাত গভীর বারো । গিটারে গান , চায়ে চুমুক সমান করে দেবে গায়ে মাখা ভোরের আলো । দূরত্ব ...... ও দূরত্ব...... ২ কোন উপমহা দেশের কোলে ঘুমিয়ে থাকে এক বেদুইন ? কত দূরে তার মাটির অজুহাত বলতে পারে চশমা প্রবীণ । আ...... আমি পাহাড় হলে তুমি নদীতে ভেসে যাওয়া কত খেলনা বাটি । ঢেউয়ে আসা তুমি নরম বালি আর আমার ছোঁয়ায় কাঁদে কঠিন মাটি । দেখেছি আকাশ পানে , কেউ ধুলোর তুলি টানে । গিটারে গান, চায়ে চুমুক সমান করে দেবে হাওয়ায় ভাসা ভোরের গানে । দূরত্ব..... ও দূরত্ব.... ৩ একটা ধোঁয়ার টান, চাউমিন, পকোড়া গঙ্গা, গরম চা , সানসেট । দেখেছি কত আতশ বাজির খেলা রাতে জড়িয়ে সাদা ব্ল্যাঙ্কেট । ওহ....... একলা লাগে, তাই একলা হাত বাড়াই নিস্তেজ আমার অনুভূতি । ভোলে আম্ফান চুম্বন শ্রাবণের গলায় জড়িয়ে দামী পুঁথি । যত বেনামী আর কমদামী কথা আজকে অকারণ আমি তোমার অপেক্ষায় নতুন তুমি পাওয়ার কারণ ©Satanik Sil

দুরত্ব | distance

#Bengal #Bengali #Bangla #Song #lyrics #love #distance #life #nojoto

#boatclub

People who shared love close

More like this

Trending Topic