কলকাতা পুরসভার কোয়ার্টারের ছাদে তরুণকে খুন! গাঁজা | বাংলা মতামত এবং চি

"কলকাতা পুরসভার কোয়ার্টারের ছাদে তরুণকে খুন! গাঁজা কাটার ছুরি দিয়ে কোপানো হল বুকে, গ্রেফতার যুবক পুলিশ সূত্রে খবর, নিহতের নাম নীতীশ রবি দাস (১৮)। বাবা কলকাতা পুরসভার ঝাড়ুদার হওয়ায় ফুলবাগানের একটি কোয়ার্টারে থাকতেন তাঁরা। প্রতি দিন রাতে কোয়ার্টারের ছাদে শুতে যেতেন তিনি। কলকাতা পুরসভার কোয়ার্টারের ছাদে শুয়ে থাকা তরুণকে কুপিয়ে খুন। ফুলবাগানে কলকাতা পুরসভার ঝাড়ুদারদের কোয়ার্টারে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে। পরিবারের অভিযোগ, ওই ছাদে নেশা করতে গিয়েছিলেন এক যুবক। তখনই নিহত তরুণের সঙ্গে বচসা বাধে তাঁর। তার জেরেই কুপিয়ে খুন করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবককেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম নীতীশ রবি দাস (১৮)। বাবা কলকাতা পুরসভার ঝাড়ুদার হওয়ায় ফুলবাগানের একটি কোয়ার্টারে থাকতেন তাঁরা। প্রতি দিন রাতে কোয়ার্টারের ছাদে শুতে যেতেন তিনি। রবিবারও গিয়েছিলেন। রাত সাড়ে ১২টা নাগাদ ছাদে পৌঁছন আকাশ হরি নামে ওই কোয়ার্টারেরই এক আবাসিক। তাঁর বাবাও কলকাতা পুরসভার ঝাড়ুদার। ©BANGLE TIMES "

কলকাতা পুরসভার কোয়ার্টারের ছাদে তরুণকে খুন! গাঁজা কাটার ছুরি দিয়ে কোপানো হল বুকে, গ্রেফতার যুবক পুলিশ সূত্রে খবর, নিহতের নাম নীতীশ রবি দাস (১৮)। বাবা কলকাতা পুরসভার ঝাড়ুদার হওয়ায় ফুলবাগানের একটি কোয়ার্টারে থাকতেন তাঁরা। প্রতি দিন রাতে কোয়ার্টারের ছাদে শুতে যেতেন তিনি। কলকাতা পুরসভার কোয়ার্টারের ছাদে শুয়ে থাকা তরুণকে কুপিয়ে খুন। ফুলবাগানে কলকাতা পুরসভার ঝাড়ুদারদের কোয়ার্টারে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে। পরিবারের অভিযোগ, ওই ছাদে নেশা করতে গিয়েছিলেন এক যুবক। তখনই নিহত তরুণের সঙ্গে বচসা বাধে তাঁর। তার জেরেই কুপিয়ে খুন করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবককেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম নীতীশ রবি দাস (১৮)। বাবা কলকাতা পুরসভার ঝাড়ুদার হওয়ায় ফুলবাগানের একটি কোয়ার্টারে থাকতেন তাঁরা। প্রতি দিন রাতে কোয়ার্টারের ছাদে শুতে যেতেন তিনি। রবিবারও গিয়েছিলেন। রাত সাড়ে ১২টা নাগাদ ছাদে পৌঁছন আকাশ হরি নামে ওই কোয়ার্টারেরই এক আবাসিক। তাঁর বাবাও কলকাতা পুরসভার ঝাড়ুদার। ©BANGLE TIMES

#Kolkata

People who shared love close

More like this

Trending Topic