নির্লজ্জ অনুভূতি জানিস? সে দিন আমি এনেছিলাম এক ক | বাংলা শায়রি ও গজল

"নির্লজ্জ অনুভূতি জানিস? সে দিন আমি এনেছিলাম এক কথার ঝুলি, তোকে দেখে ভুলে যাইতো এখন গোছানো বাক্য গুলি, তাই ভেবেছিলাম লিখেই ফেলি, নয়তোবা কখন আবার তোকে দেখে পটল তুলি। হয়তোবা সেদিন আমার শব্দ গুলো তোর কাছে গুরুত্বপূর্ণ ছিলো না, হাজারো চেষ্টা করে, বক্য গুলো সঠিক মুহূর্ত পেলো না, তোর কাছে অতৃপ্ত পঙ্কতি গুলো আজ একটু সময় চায়, তোর অবহেলা গুলো অপেক্ষার প্রহর গোনায়, নিজ অস্তিত্ব হারিয়ে আমি, আজ নির্লজ্জতার প্রান্ত চূড়ায়, তোর নিষ্ঠুরতায় চোখের কোনে শিশির জমায়। ©Hasnayen Ornil"

 নির্লজ্জ অনুভূতি 

জানিস? সে দিন আমি এনেছিলাম এক কথার ঝুলি,
তোকে দেখে ভুলে যাইতো এখন গোছানো বাক্য গুলি,
তাই ভেবেছিলাম লিখেই ফেলি, 
নয়তোবা কখন আবার তোকে দেখে পটল তুলি।

হয়তোবা সেদিন আমার শব্দ গুলো তোর কাছে গুরুত্বপূর্ণ ছিলো না,
হাজারো চেষ্টা করে, বক্য গুলো সঠিক মুহূর্ত পেলো না,

তোর কাছে অতৃপ্ত পঙ্কতি গুলো আজ একটু সময় চায়,
তোর অবহেলা গুলো অপেক্ষার প্রহর গোনায়,
নিজ অস্তিত্ব হারিয়ে আমি, আজ নির্লজ্জতার প্রান্ত চূড়ায়,
তোর নিষ্ঠুরতায় চোখের কোনে শিশির জমায়।

©Hasnayen Ornil

নির্লজ্জ অনুভূতি জানিস? সে দিন আমি এনেছিলাম এক কথার ঝুলি, তোকে দেখে ভুলে যাইতো এখন গোছানো বাক্য গুলি, তাই ভেবেছিলাম লিখেই ফেলি, নয়তোবা কখন আবার তোকে দেখে পটল তুলি। হয়তোবা সেদিন আমার শব্দ গুলো তোর কাছে গুরুত্বপূর্ণ ছিলো না, হাজারো চেষ্টা করে, বক্য গুলো সঠিক মুহূর্ত পেলো না, তোর কাছে অতৃপ্ত পঙ্কতি গুলো আজ একটু সময় চায়, তোর অবহেলা গুলো অপেক্ষার প্রহর গোনায়, নিজ অস্তিত্ব হারিয়ে আমি, আজ নির্লজ্জতার প্রান্ত চূড়ায়, তোর নিষ্ঠুরতায় চোখের কোনে শিশির জমায়। ©Hasnayen Ornil

নির্লজ্জ অনুভূতি

People who shared love close

More like this

Trending Topic