সেই দিন গুলো খুব মিস করি - যখন ক্লান্ত দুপুরে মা আ

"সেই দিন গুলো খুব মিস করি - যখন ক্লান্ত দুপুরে মা আমাকে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে পড়তো... মা এর চেষ্টায় চোখ বন্ধ থাকলেও মন থাকতো তীব্র সজাগ। সেই সময়ে শোনা যেতো যে "কাজু, বেল, কাপ, চকোলেট" বলে আইসক্রীম কাকুর ভুবন ভোলানো চিৎকার... রাস্তা দিয়ে, "টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিক" বলে আর কেউ ডেকে যায় না। খুব একটা শোনা যায় না কাক - কোকিলের কুহুতান। দেখতে পাইনা আর সেই রঙিন সনপাঁপড়ীর দল। জানালা দিয়ে আর দেখিনা সামনের সেই খোলা মাঠ। ...ওখানে যে আজ অট্টালিকার বাস। খুব মিস করি - সেই চল্লা বাদামে ঢাকা রাস্তা আর বাবলা গাছের কাঁটা। পাড়ায়, বন্ধুদের সাথে নেই কোনো ছোটাছুটির তাড়া... নেই কোনো কুমির ডাঙ্গা আর কুক লুকানির খেলা, নেই যে কোনো মন মাতানো হাসির মেলা। আছে শুধু স্তব্ধতা নিঃসঙ্গতা আর বর্ণহীন শর্ত মেশানো এক জীবন।"

 সেই দিন গুলো খুব মিস করি -
যখন ক্লান্ত দুপুরে মা আমাকে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে পড়তো...
মা এর চেষ্টায় চোখ বন্ধ থাকলেও মন থাকতো তীব্র সজাগ।
সেই সময়ে শোনা যেতো যে "কাজু, বেল, কাপ, চকোলেট" বলে আইসক্রীম কাকুর ভুবন ভোলানো চিৎকার... 
রাস্তা দিয়ে, "টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিক" বলে আর কেউ ডেকে যায় না।
 খুব একটা শোনা যায় না কাক - কোকিলের কুহুতান।
দেখতে পাইনা আর সেই রঙিন সনপাঁপড়ীর দল।
জানালা দিয়ে আর দেখিনা সামনের সেই খোলা মাঠ।
   ...ওখানে যে আজ অট্টালিকার বাস।

খুব মিস করি - সেই চল্লা বাদামে ঢাকা রাস্তা আর বাবলা গাছের কাঁটা।

পাড়ায়, বন্ধুদের সাথে নেই কোনো ছোটাছুটির তাড়া... 
নেই কোনো কুমির ডাঙ্গা আর কুক লুকানির খেলা, 
নেই যে কোনো মন মাতানো হাসির মেলা।

আছে শুধু স্তব্ধতা নিঃসঙ্গতা আর বর্ণহীন শর্ত মেশানো এক জীবন।

সেই দিন গুলো খুব মিস করি - যখন ক্লান্ত দুপুরে মা আমাকে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে পড়তো... মা এর চেষ্টায় চোখ বন্ধ থাকলেও মন থাকতো তীব্র সজাগ। সেই সময়ে শোনা যেতো যে "কাজু, বেল, কাপ, চকোলেট" বলে আইসক্রীম কাকুর ভুবন ভোলানো চিৎকার... রাস্তা দিয়ে, "টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিক" বলে আর কেউ ডেকে যায় না। খুব একটা শোনা যায় না কাক - কোকিলের কুহুতান। দেখতে পাইনা আর সেই রঙিন সনপাঁপড়ীর দল। জানালা দিয়ে আর দেখিনা সামনের সেই খোলা মাঠ। ...ওখানে যে আজ অট্টালিকার বাস। খুব মিস করি - সেই চল্লা বাদামে ঢাকা রাস্তা আর বাবলা গাছের কাঁটা। পাড়ায়, বন্ধুদের সাথে নেই কোনো ছোটাছুটির তাড়া... নেই কোনো কুমির ডাঙ্গা আর কুক লুকানির খেলা, নেই যে কোনো মন মাতানো হাসির মেলা। আছে শুধু স্তব্ধতা নিঃসঙ্গতা আর বর্ণহীন শর্ত মেশানো এক জীবন।

#ছোটবেলা

People who shared love close

More like this

Trending Topic