জল তরঙ্গ জানো তোমার কাছে আমার চাওয়ার কিচ্ছু নেই.

"জল তরঙ্গ জানো তোমার কাছে আমার চাওয়ার কিচ্ছু নেই.. তোমার জীবনে আমার দেওয়ার কিছু নেই তবে, যেটুকু আমি পেয়েছি ; তা সবই মিথ্যা , মিথ্যা, মিথ্যা।। আমি যেটুকু তোমায় দিয়েছি সে সব কিছুই মিথ্যা । তুমি যদি বলো - "জোর করে সব মিথ্যা করছো কেন?" তাহলে আমি বলবো 'আপেক্ষিক ' । যদি তুমি প্রশ্নের ছলে বলো- " আপেক্ষিক?" তাহলে আমি উত্তর দেব - "ঢেউ এর তরঙ্গ" । তুমি আবার যদি কৌতুহলে বলো - "ঢেউ আর তরঙ্গ!!" আমি বলবো - "প্রেম যেখানে সীমাহীন, প্রশ্ন সেখানে স্তব্ধ" ।। _ সুদীপ"

 জল তরঙ্গ

জানো তোমার কাছে আমার চাওয়ার কিচ্ছু নেই..
তোমার জীবনে আমার দেওয়ার কিছু নেই 
তবে, যেটুকু আমি পেয়েছি ; 
তা সবই মিথ্যা , মিথ্যা, মিথ্যা।।
আমি যেটুকু তোমায় দিয়েছি 
সে সব কিছুই মিথ্যা ।
তুমি যদি বলো - "জোর করে সব মিথ্যা করছো কেন?"
তাহলে আমি বলবো 'আপেক্ষিক ' ।
যদি তুমি প্রশ্নের ছলে বলো- " আপেক্ষিক?"
তাহলে আমি উত্তর দেব - "ঢেউ এর তরঙ্গ" ।
তুমি আবার যদি কৌতুহলে বলো - "ঢেউ আর তরঙ্গ!!"
আমি বলবো - "প্রেম যেখানে সীমাহীন, প্রশ্ন সেখানে স্তব্ধ" ।।


_ সুদীপ

জল তরঙ্গ জানো তোমার কাছে আমার চাওয়ার কিচ্ছু নেই.. তোমার জীবনে আমার দেওয়ার কিছু নেই তবে, যেটুকু আমি পেয়েছি ; তা সবই মিথ্যা , মিথ্যা, মিথ্যা।। আমি যেটুকু তোমায় দিয়েছি সে সব কিছুই মিথ্যা । তুমি যদি বলো - "জোর করে সব মিথ্যা করছো কেন?" তাহলে আমি বলবো 'আপেক্ষিক ' । যদি তুমি প্রশ্নের ছলে বলো- " আপেক্ষিক?" তাহলে আমি উত্তর দেব - "ঢেউ এর তরঙ্গ" । তুমি আবার যদি কৌতুহলে বলো - "ঢেউ আর তরঙ্গ!!" আমি বলবো - "প্রেম যেখানে সীমাহীন, প্রশ্ন সেখানে স্তব্ধ" ।। _ সুদীপ

#footprints

People who shared love close

More like this

Trending Topic