ওই রোদে শুকনো পাথর গুলো যেমন শুকাছে, বালি গুলো উত্

"ওই রোদে শুকনো পাথর গুলো যেমন শুকাছে, বালি গুলো উত্তাপে আলগা হচ্ছে, সজনে গাছের আঠা গুলো কেমন মিহি হয়ে বেরোচ্ছে I তাপ গড়ানো এমন গ্রীষ্মে এক ঝাঁকরা গোলাপ গাছে এমনই এক দিনে এক পাখি এসে বললো আমি বাঁসা বাঁধবো তোমার ডালে l গোলাপ বললো আমি শুধু সুবাস, আনন্দ, নূতন নান্দনিকতা ছড়ায় আশ্রয় দিতে তো পারি না ! পাখি বললো তুমি তো রাগ ভাঙাও, ভালোবাসা গড়ো নিজেকে শেষ করে ! কষ্ট হয় না তোমার? গোলাপ বললো অভিমানের আবহবিকার দেখতে আমার যে ভীষণ ভালো লাগে l পাখি বললো জানোই যখন কেও ছিন্ন করবে তোমার কান্ড তখন কেনো এত নিজেকে সুন্দর করো ! গোলাপ বললো, ঝরে পড়তে চাই না বলে l পাখি বললো এটুকুই? গোলাপ বললো না l পাখি বললো তবে ! গোলাপ বললো, নূতন পৃথিবী গড়বো বলে, অভিমানের অঙ্কুরোদগম থামাবো বলে l পাখি বললো প্রেমিকের হাতে কেনো তবে কাঁটা ফোটাও? গোলাপ বললো প্রেমিকের সমসত্ত্ব প্রেম আর কষ্ট মাখি, স্নিগ্ধ হই মনপোড়া প্রেমিকার হাতের আলিঙ্গনে l আর নাহলে হয়তো রক্ত চিহ্ন রেখে যাবো সমাধিস্ত ভালোবাসার ৩৪৭ বা ১২৭ পাতার মদ্ধিখানে ll ©MOSHARAF HOSSAIN MONDAL"

 ওই রোদে শুকনো পাথর গুলো যেমন শুকাছে, বালি গুলো উত্তাপে আলগা হচ্ছে, সজনে গাছের আঠা গুলো কেমন মিহি হয়ে বেরোচ্ছে I তাপ গড়ানো এমন গ্রীষ্মে এক ঝাঁকরা গোলাপ গাছে এমনই এক দিনে এক পাখি এসে বললো আমি বাঁসা বাঁধবো তোমার ডালে l গোলাপ বললো আমি শুধু সুবাস, আনন্দ, নূতন নান্দনিকতা ছড়ায় আশ্রয় দিতে তো পারি না ! পাখি বললো তুমি তো রাগ ভাঙাও, ভালোবাসা গড়ো নিজেকে শেষ করে ! কষ্ট হয় না তোমার? গোলাপ বললো অভিমানের আবহবিকার দেখতে আমার যে ভীষণ ভালো লাগে l পাখি বললো জানোই যখন কেও ছিন্ন করবে তোমার কান্ড তখন কেনো এত নিজেকে সুন্দর করো ! গোলাপ বললো, ঝরে পড়তে চাই না বলে l পাখি বললো এটুকুই? গোলাপ বললো না l পাখি বললো তবে ! গোলাপ বললো, নূতন পৃথিবী গড়বো বলে, অভিমানের অঙ্কুরোদগম থামাবো বলে l পাখি বললো প্রেমিকের হাতে কেনো তবে কাঁটা ফোটাও? গোলাপ বললো প্রেমিকের সমসত্ত্ব প্রেম আর কষ্ট মাখি, স্নিগ্ধ হই মনপোড়া প্রেমিকার হাতের আলিঙ্গনে l আর নাহলে হয়তো রক্ত চিহ্ন রেখে যাবো সমাধিস্ত ভালোবাসার ৩৪৭ বা ১২৭ পাতার মদ্ধিখানে ll

©MOSHARAF HOSSAIN MONDAL

ওই রোদে শুকনো পাথর গুলো যেমন শুকাছে, বালি গুলো উত্তাপে আলগা হচ্ছে, সজনে গাছের আঠা গুলো কেমন মিহি হয়ে বেরোচ্ছে I তাপ গড়ানো এমন গ্রীষ্মে এক ঝাঁকরা গোলাপ গাছে এমনই এক দিনে এক পাখি এসে বললো আমি বাঁসা বাঁধবো তোমার ডালে l গোলাপ বললো আমি শুধু সুবাস, আনন্দ, নূতন নান্দনিকতা ছড়ায় আশ্রয় দিতে তো পারি না ! পাখি বললো তুমি তো রাগ ভাঙাও, ভালোবাসা গড়ো নিজেকে শেষ করে ! কষ্ট হয় না তোমার? গোলাপ বললো অভিমানের আবহবিকার দেখতে আমার যে ভীষণ ভালো লাগে l পাখি বললো জানোই যখন কেও ছিন্ন করবে তোমার কান্ড তখন কেনো এত নিজেকে সুন্দর করো ! গোলাপ বললো, ঝরে পড়তে চাই না বলে l পাখি বললো এটুকুই? গোলাপ বললো না l পাখি বললো তবে ! গোলাপ বললো, নূতন পৃথিবী গড়বো বলে, অভিমানের অঙ্কুরোদগম থামাবো বলে l পাখি বললো প্রেমিকের হাতে কেনো তবে কাঁটা ফোটাও? গোলাপ বললো প্রেমিকের সমসত্ত্ব প্রেম আর কষ্ট মাখি, স্নিগ্ধ হই মনপোড়া প্রেমিকার হাতের আলিঙ্গনে l আর নাহলে হয়তো রক্ত চিহ্ন রেখে যাবো সমাধিস্ত ভালোবাসার ৩৪৭ বা ১২৭ পাতার মদ্ধিখানে ll ©MOSHARAF HOSSAIN MONDAL

#roseday

People who shared love close

More like this

Trending Topic