- মায়ার সুতোয় বাঁধা কখনো এলোমেলো লাগলে ছুটে এসো, | বাংলা Video

"- মায়ার সুতোয় বাঁধা কখনো এলোমেলো লাগলে ছুটে এসো, বলতে এসো, ভালোবাসি। কতদিন আর এভাবে বিরহের নীলে অস্থির হয়ে থাকা? জেনে যাক পৃথিবী- তোমাকে ভালোবাসি। বাইরের তুমুল বৃষ্টি ঘরে বসে ঘামে ভিজে বিলাস আর না হোক, জানালার ফাঁকফোকর দিয়ে হিম বৃষ্টি ছুঁয়ে যাক তোমায়- জমাট বাঁধা বরফ কান্না গলতে দাও, অসীম ভালোবাসার প্লাবন আসতে দাও, মিলনে ডুবে যাক তোমার আমার দ্বিধান্বিত বুক। জনাকীর্ণ এ শহরে ভালোবাসতে দোষ কোথায়? কে না ভালোবাসে, বলো! কে না চায় প্রিয়সীর হাতের ছোঁয়া! আমিও তেমন। হোক জনাকীর্ণ বা জনশূন্য, একটু আধটু সুযোগ আমিও খুঁজি, লাল হয়ে উঠা চোখে- নেশার ঝর্ণায় আসক্তি আমার, কাঁপা কাঁপা ঠোঁটের অস্থিরতায় মাতাল আমি, খোলা চুলের উদ্দাম উড়াউড়ির সৌন্দর্যের পর্যটক আমার মন, একটু তো কাটাও এ ঘোর আমার মুচকি হেসে, হোক দু একটা গোপন চুমু প্রকাশ্যে, ক্ষতি কি তাতে! মায়ার সুতোয় বাঁধা এক ভ্রমণ পিয়াসী আমি, তোমাকে প্রতিবার বারবার ঘুরেফিরে দেখার সাধ অনশ্বর। - মোঃ রাশেদুল ইসলাম (বট প্রাচীন) - প্রকাশকালঃ ২২/০৮/২০২১"

- মায়ার সুতোয় বাঁধা কখনো এলোমেলো লাগলে ছুটে এসো, বলতে এসো, ভালোবাসি। কতদিন আর এভাবে বিরহের নীলে অস্থির হয়ে থাকা? জেনে যাক পৃথিবী- তোমাকে ভালোবাসি। বাইরের তুমুল বৃষ্টি ঘরে বসে ঘামে ভিজে বিলাস আর না হোক, জানালার ফাঁকফোকর দিয়ে হিম বৃষ্টি ছুঁয়ে যাক তোমায়- জমাট বাঁধা বরফ কান্না গলতে দাও, অসীম ভালোবাসার প্লাবন আসতে দাও, মিলনে ডুবে যাক তোমার আমার দ্বিধান্বিত বুক। জনাকীর্ণ এ শহরে ভালোবাসতে দোষ কোথায়? কে না ভালোবাসে, বলো! কে না চায় প্রিয়সীর হাতের ছোঁয়া! আমিও তেমন। হোক জনাকীর্ণ বা জনশূন্য, একটু আধটু সুযোগ আমিও খুঁজি, লাল হয়ে উঠা চোখে- নেশার ঝর্ণায় আসক্তি আমার, কাঁপা কাঁপা ঠোঁটের অস্থিরতায় মাতাল আমি, খোলা চুলের উদ্দাম উড়াউড়ির সৌন্দর্যের পর্যটক আমার মন, একটু তো কাটাও এ ঘোর আমার মুচকি হেসে, হোক দু একটা গোপন চুমু প্রকাশ্যে, ক্ষতি কি তাতে! মায়ার সুতোয় বাঁধা এক ভ্রমণ পিয়াসী আমি, তোমাকে প্রতিবার বারবার ঘুরেফিরে দেখার সাধ অনশ্বর। - মোঃ রাশেদুল ইসলাম (বট প্রাচীন) - প্রকাশকালঃ ২২/০৮/২০২১

#laidback

People who shared love close

More like this

Trending Topic