আদানি-অভিযোগের মুখ ঘুরিয়ে দিলেন মোদী, উল্টে আক্রমণ | বাংলা মতামত এবং চ

"আদানি-অভিযোগের মুখ ঘুরিয়ে দিলেন মোদী, উল্টে আক্রমণ রাহুলকে, আদানি-অম্বানী নিয়ে নীরব কেন? বার বার মোদী সরকারের বিরুদ্ধে দেশের শীর্ষ স্থানীয় শিল্পপতিদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলেছেন রাহুল। সেই প্রসঙ্গ উঠে এসেছে সংসদেও। তা নিয়েই এ বার কংগ্রেস নেতার দিকে পাল্টা প্রশ্ন ছুড়লেন মোদী। যে অস্ত্রে এত দিন রাহুল গান্ধীরা তাঁকে আক্রমণ করেছেন এ বার সেই অস্ত্রের অভিমুখ ঘুরিয়ে দিলেন মোদী। প্রশ্ন তুললেন, পাঁচ বছর ধরে গলা ফাটিয়ে এখন আদানি অম্বানী নিয়ে রাহুলেরা রাতারাতি চুপ করে গেলেন কেন? আরও এক ধাপ এগিয়ে তাঁর প্রশ্ন, ভোটঘোষণার পর তিনিও কি এই ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছেন? বুধবার তেলঙ্গানার একটি জনসভায় যোগ দিয়েছিলেন মোদী। সেখানেই রাহুলকে নিশানা করে আক্রমণ শানিয়েছেন তিনি। ©BANGLE TIMES "

আদানি-অভিযোগের মুখ ঘুরিয়ে দিলেন মোদী, উল্টে আক্রমণ রাহুলকে, আদানি-অম্বানী নিয়ে নীরব কেন? বার বার মোদী সরকারের বিরুদ্ধে দেশের শীর্ষ স্থানীয় শিল্পপতিদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলেছেন রাহুল। সেই প্রসঙ্গ উঠে এসেছে সংসদেও। তা নিয়েই এ বার কংগ্রেস নেতার দিকে পাল্টা প্রশ্ন ছুড়লেন মোদী। যে অস্ত্রে এত দিন রাহুল গান্ধীরা তাঁকে আক্রমণ করেছেন এ বার সেই অস্ত্রের অভিমুখ ঘুরিয়ে দিলেন মোদী। প্রশ্ন তুললেন, পাঁচ বছর ধরে গলা ফাটিয়ে এখন আদানি অম্বানী নিয়ে রাহুলেরা রাতারাতি চুপ করে গেলেন কেন? আরও এক ধাপ এগিয়ে তাঁর প্রশ্ন, ভোটঘোষণার পর তিনিও কি এই ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছেন? বুধবার তেলঙ্গানার একটি জনসভায় যোগ দিয়েছিলেন মোদী। সেখানেই রাহুলকে নিশানা করে আক্রমণ শানিয়েছেন তিনি। ©BANGLE TIMES

#adani #Ambani

People who shared love close

More like this

Trending Topic