নারীর-ভালবাসা মেহেদী হাসান এল এল বি। তোমার  দেয়া | বাংলা Video

"নারীর-ভালবাসা মেহেদী হাসান এল এল বি। তোমার  দেয়া প্রথম গোলাপ,আজও যতনে রেখেছি তোমার প্রথম লেখা প্রেমপত্রের_ হরফ হৃদয়ে এঁকেছি ধুলো বনে যাওয়া পাপড়িগুলো,আমাতে সুবাস ঢালে!! টুকরো কাগজের ছিদ্রতার মাঝে তোমার দেখা মেলে!! তিমির রজনীতে  রচি তোমাকে,মম বৃন্তে দেই স্থান.... দখিনা-বায়ে তব পরশ নিয়ে থাকি হলে প্রেমের উত্থান   কাজল-দিঘির জলে ভাসে ছায়া,মম কৃষ্ণ এলে হৃদে উষ্ণতার খোঁজে হই বেমানান,শত লাঞ্ছনা রয়েছে বিঁধে! এ নারীর আকুতি,নির্বাক মিনতি!কহ,কবে বুঝিবে সখা ধরিত্রী শুধু মিছে গান গায়,অনিষ্টতা মম ললাটে লেখা।  শিয়রে দাড়ায়ে তব সুবাস মাখার_ বহিছে বুকে আর্তনাদ পথ চেয়ে চেয়ে চক্ষু ক্ষয়ে গেছে,কেন এলেনা কালাচাঁদ   তোমার স্মৃতি মোরে কাঁদিয়ে চলে..অঙ্গার করে পিঞ্জীরা ভূত-ভবিষ্যত ভূলে ভাবি  তারে_মন নিল যে মনচোরা!!! এই ভালবাসা কি বলে-কয়ে হয়?যায় কি তাহারে বাঁধা?? ফিরে এসো এই প্রেম-রশ্মীতে! ডাকে তোমারে রাধা!!!   "

নারীর-ভালবাসা মেহেদী হাসান এল এল বি। তোমার  দেয়া প্রথম গোলাপ,আজও যতনে রেখেছি তোমার প্রথম লেখা প্রেমপত্রের_ হরফ হৃদয়ে এঁকেছি ধুলো বনে যাওয়া পাপড়িগুলো,আমাতে সুবাস ঢালে!! টুকরো কাগজের ছিদ্রতার মাঝে তোমার দেখা মেলে!! তিমির রজনীতে  রচি তোমাকে,মম বৃন্তে দেই স্থান.... দখিনা-বায়ে তব পরশ নিয়ে থাকি হলে প্রেমের উত্থান   কাজল-দিঘির জলে ভাসে ছায়া,মম কৃষ্ণ এলে হৃদে উষ্ণতার খোঁজে হই বেমানান,শত লাঞ্ছনা রয়েছে বিঁধে! এ নারীর আকুতি,নির্বাক মিনতি!কহ,কবে বুঝিবে সখা ধরিত্রী শুধু মিছে গান গায়,অনিষ্টতা মম ললাটে লেখা।  শিয়রে দাড়ায়ে তব সুবাস মাখার_ বহিছে বুকে আর্তনাদ পথ চেয়ে চেয়ে চক্ষু ক্ষয়ে গেছে,কেন এলেনা কালাচাঁদ   তোমার স্মৃতি মোরে কাঁদিয়ে চলে..অঙ্গার করে পিঞ্জীরা ভূত-ভবিষ্যত ভূলে ভাবি  তারে_মন নিল যে মনচোরা!!! এই ভালবাসা কি বলে-কয়ে হয়?যায় কি তাহারে বাঁধা?? ফিরে এসো এই প্রেম-রশ্মীতে! ডাকে তোমারে রাধা!!!  

#Nojotovoice#narir_valobasa

People who shared love close

More like this

Trending Topic