১ যে কুরে খায় , আর পুড়ে যায় আমি তাকে ডাকি প্রত

"১ যে কুরে খায় , আর পুড়ে যায় আমি তাকে ডাকি প্রতি রাতে আমার ছাদে । যার অভিনয় দেখে লাগে ভয় সে কাজলা চোখ আর মুখোশ ঘষে আমার কাঁধে । মুখে মেরে সেলোটেপ । কসেছি হ্যান্ড ব্রেক । ভেঙে ফেলেছি বাজানো স্মৃতির টেপ । (২) ২ যা পাবো না, তাকে ছোবোনা শুধু অল্প উষ্ণ গরম ঘরে দেখবো ফাঁকে । তার শব্দকোষ ভরে রাখে দোষ । আমার বিশৃঙ্খলা জামার বোতাম খুঁজছে তাকে । মুখে মেরে সেলোটেপ । কসেছি হ্যান্ড ব্রেক । ভেঙে ফেলেছি বাজানো স্মৃতির টেপ । (২) ৩ লাল বাতির গাড়ি, তোমায় পেতে পাড়ি দিয়েছে বৃষ্টির জলে । শব্দ শূন্যতায় ঘুমাচ্ছিলে তুমি শরীর ছেড়ে নির্জনে । ডেকেছি অনেক বার, হয়তো এক বার ছুঁয়েছি জমা হাত তোমার । সে দিন পালিয়েছি ,যেদিকে হিসেব নেই প্রতি চুম্বনে ক্ষমার । ও........... মুখে মেরে সেলোটেপ । কসেছি হ্যান্ড ব্রেক । ভেঙে ফেলেছি বাজানো স্মৃতির টেপ.......l ©Satanik Sil"

 ১
যে কুরে খায় , আর পুড়ে যায় 
আমি তাকে ডাকি প্রতি রাতে 
আমার ছাদে ।

যার অভিনয় দেখে লাগে ভয় 
সে কাজলা চোখ আর মুখোশ ঘষে 
আমার কাঁধে ।

মুখে মেরে সেলোটেপ ।
কসেছি হ্যান্ড ব্রেক ।
ভেঙে ফেলেছি বাজানো 
স্মৃতির টেপ । (২)

২
যা পাবো না, তাকে ছোবোনা
শুধু অল্প উষ্ণ গরম ঘরে
দেখবো ফাঁকে ।

তার শব্দকোষ ভরে রাখে দোষ ।
আমার বিশৃঙ্খলা জামার বোতাম 
খুঁজছে তাকে ।

মুখে মেরে সেলোটেপ ।
কসেছি হ্যান্ড ব্রেক ।
ভেঙে ফেলেছি বাজানো 
স্মৃতির টেপ । (২)

৩
লাল বাতির গাড়ি, তোমায় পেতে পাড়ি 
দিয়েছে বৃষ্টির জলে ।
শব্দ শূন্যতায় ঘুমাচ্ছিলে তুমি 
শরীর ছেড়ে নির্জনে ।

ডেকেছি অনেক বার, হয়তো এক বার 
ছুঁয়েছি জমা হাত তোমার ।
সে দিন পালিয়েছি ,যেদিকে হিসেব নেই
প্রতি চুম্বনে ক্ষমার ।

ও...........

মুখে মেরে সেলোটেপ ।
কসেছি হ্যান্ড ব্রেক ।
ভেঙে ফেলেছি বাজানো 
স্মৃতির টেপ.......l

©Satanik Sil

১ যে কুরে খায় , আর পুড়ে যায় আমি তাকে ডাকি প্রতি রাতে আমার ছাদে । যার অভিনয় দেখে লাগে ভয় সে কাজলা চোখ আর মুখোশ ঘষে আমার কাঁধে । মুখে মেরে সেলোটেপ । কসেছি হ্যান্ড ব্রেক । ভেঙে ফেলেছি বাজানো স্মৃতির টেপ । (২) ২ যা পাবো না, তাকে ছোবোনা শুধু অল্প উষ্ণ গরম ঘরে দেখবো ফাঁকে । তার শব্দকোষ ভরে রাখে দোষ । আমার বিশৃঙ্খলা জামার বোতাম খুঁজছে তাকে । মুখে মেরে সেলোটেপ । কসেছি হ্যান্ড ব্রেক । ভেঙে ফেলেছি বাজানো স্মৃতির টেপ । (২) ৩ লাল বাতির গাড়ি, তোমায় পেতে পাড়ি দিয়েছে বৃষ্টির জলে । শব্দ শূন্যতায় ঘুমাচ্ছিলে তুমি শরীর ছেড়ে নির্জনে । ডেকেছি অনেক বার, হয়তো এক বার ছুঁয়েছি জমা হাত তোমার । সে দিন পালিয়েছি ,যেদিকে হিসেব নেই প্রতি চুম্বনে ক্ষমার । ও........... মুখে মেরে সেলোটেপ । কসেছি হ্যান্ড ব্রেক । ভেঙে ফেলেছি বাজানো স্মৃতির টেপ.......l ©Satanik Sil

সেলোটেপ | Cellotape

#bangla #Bengali #Bengali_poem #song #lyrics #lyricist #Nojoto #Love #SAD #Life

People who shared love close

More like this

Trending Topic