গ্যারান্টি হোক বা সরকার, ভোটের প্রচারে ৪২১ বার ‘মো | বাংলা মতামত

"গ্যারান্টি হোক বা সরকার, ভোটের প্রচারে ৪২১ বার ‘মোদী’ বলেছিলেন মোদী! এনডিএ বৈঠকে ১ বারও নয় এনডিএ-র প্রতিনিধি হিসাবে নরেন্দ্র মোদীকে বেছে নেওয়ার পরে এক ঘণ্টা ১২ মিনিট বক্তৃতা করেন তিনি। দেখা যায় মোদী সেই ভাষণে নিজের নাম তো নিলেনই না। উচ্চারণ করলেন না বিজেপির নামও। এক সপ্তাহও হয়নি তপস্যা সেরে এসেছেন বিবেকানন্দ শিলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে এরই মধ্যে ‘ত্যাগ’-এর সুর! এক মাস আগেও যে মোদী কথায় কথায় ‘মোদী সরকার’, ‘মোদীর গ্যারান্টি’র বাণী শোনাতেন, শুক্রবার সেই মোদী এনডিএ-র বৈঠকে টানা এক ঘণ্টা ১২ মিনিট ভাষণ দিলেন। অথচ একটি বারও মুখে আনলেন না নিজের নাম! বদলে ৩৯ বার বললেন এনডিএ। ©BANGLE TIMES "

গ্যারান্টি হোক বা সরকার, ভোটের প্রচারে ৪২১ বার ‘মোদী’ বলেছিলেন মোদী! এনডিএ বৈঠকে ১ বারও নয় এনডিএ-র প্রতিনিধি হিসাবে নরেন্দ্র মোদীকে বেছে নেওয়ার পরে এক ঘণ্টা ১২ মিনিট বক্তৃতা করেন তিনি। দেখা যায় মোদী সেই ভাষণে নিজের নাম তো নিলেনই না। উচ্চারণ করলেন না বিজেপির নামও। এক সপ্তাহও হয়নি তপস্যা সেরে এসেছেন বিবেকানন্দ শিলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে এরই মধ্যে ‘ত্যাগ’-এর সুর! এক মাস আগেও যে মোদী কথায় কথায় ‘মোদী সরকার’, ‘মোদীর গ্যারান্টি’র বাণী শোনাতেন, শুক্রবার সেই মোদী এনডিএ-র বৈঠকে টানা এক ঘণ্টা ১২ মিনিট ভাষণ দিলেন। অথচ একটি বারও মুখে আনলেন না নিজের নাম! বদলে ৩৯ বার বললেন এনডিএ। ©BANGLE TIMES

#Modi

People who shared love close

More like this

Trending Topic