পনেরো পক্ষ আমার কী পাপ ছিলো, সাক্ষাৎ এর আবেদন কর | বাংলা কবিতা

"পনেরো পক্ষ আমার কী পাপ ছিলো, সাক্ষাৎ এর আবেদন করা তোমায়? পনেরো পক্ষ ধরে অপেক্ষায় রেখেছো আমায়, কতবার বারণ করেছি নিজেকে জানো? জিজ্ঞাসা করবো না আর, তবুও কেনো জানি, হেরেছি প্রতিবার, কৃষ্ণচূড়া হয়ে বসন্তের শেষ ক্ষনে আসবে কী একবার তুমি? তোমার হাসির অপেক্ষায় সহস্র পক্ষ পার করে দিবো আমি, মেঘ বিলাসী আলসে মেয়ে, দেখা দিতে চাওনা কেনো আমায়, আমার অনুভূতির উপসংহার তোমার হাসির ভাষায়, তুমতো মনে করো গল্প আমাদের ভিন্ন, তবুও মনে রেখো এক কবির ভালোবাসা ছিলো তোমার জন্য। ©Hasnayen Ornil"

 পনেরো পক্ষ 

আমার কী পাপ ছিলো, সাক্ষাৎ এর আবেদন করা তোমায়?
পনেরো পক্ষ ধরে অপেক্ষায় রেখেছো আমায়,
কতবার বারণ করেছি নিজেকে জানো? জিজ্ঞাসা করবো না আর,
তবুও কেনো জানি, হেরেছি প্রতিবার,
কৃষ্ণচূড়া হয়ে বসন্তের শেষ ক্ষনে আসবে কী একবার তুমি?
তোমার হাসির অপেক্ষায় সহস্র পক্ষ পার করে দিবো আমি,
মেঘ বিলাসী আলসে মেয়ে, দেখা দিতে চাওনা কেনো আমায়,
আমার অনুভূতির উপসংহার তোমার হাসির ভাষায়,
তুমতো মনে করো গল্প আমাদের ভিন্ন, 
তবুও মনে রেখো এক কবির ভালোবাসা ছিলো তোমার জন্য।

©Hasnayen Ornil

পনেরো পক্ষ আমার কী পাপ ছিলো, সাক্ষাৎ এর আবেদন করা তোমায়? পনেরো পক্ষ ধরে অপেক্ষায় রেখেছো আমায়, কতবার বারণ করেছি নিজেকে জানো? জিজ্ঞাসা করবো না আর, তবুও কেনো জানি, হেরেছি প্রতিবার, কৃষ্ণচূড়া হয়ে বসন্তের শেষ ক্ষনে আসবে কী একবার তুমি? তোমার হাসির অপেক্ষায় সহস্র পক্ষ পার করে দিবো আমি, মেঘ বিলাসী আলসে মেয়ে, দেখা দিতে চাওনা কেনো আমায়, আমার অনুভূতির উপসংহার তোমার হাসির ভাষায়, তুমতো মনে করো গল্প আমাদের ভিন্ন, তবুও মনে রেখো এক কবির ভালোবাসা ছিলো তোমার জন্য। ©Hasnayen Ornil

#phool

People who shared love close

More like this

Trending Topic