হঠাৎ সবুজ হল দুবাইয়ের আকাশ! বিরল দৃশ্যের সাক্ষী থা | বাংলা মতামত এবং চ

"হঠাৎ সবুজ হল দুবাইয়ের আকাশ! বিরল দৃশ্যের সাক্ষী থাকল বানভাসি মরুশহর, রহস্য কী? একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। সেখানে যাচ্ছে, কালো মেঘে ঢাকা দুবাইয়ের আকাশ ধীরে ধীরে রং বদলাতে বদলাতে সবুজ রঙে ঢেকে গেল! গত কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টিতে ভাসছে দুবাই। বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় মরুশহরের জনজীবন বিপর্যস্ত। গত ৭৫ বছরেও এ রকম বৃষ্টি হয়নি বলে জানাচ্ছে সেখানকার আবহাওয়া দফতর। তবে দুবাইয়ের এই বন্যাকে আলোচনায় ছাপিয়ে গিয়েছে শহরের আকাশের রহস্যময় সবুজ রং। কেন হঠাৎ শহরের আকাশ সবুজ হয়ে গেল, এই বিষয় নিয়ে জোর চর্চা চলছে। ©BANGLE TIMES "

হঠাৎ সবুজ হল দুবাইয়ের আকাশ! বিরল দৃশ্যের সাক্ষী থাকল বানভাসি মরুশহর, রহস্য কী? একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। সেখানে যাচ্ছে, কালো মেঘে ঢাকা দুবাইয়ের আকাশ ধীরে ধীরে রং বদলাতে বদলাতে সবুজ রঙে ঢেকে গেল! গত কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টিতে ভাসছে দুবাই। বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় মরুশহরের জনজীবন বিপর্যস্ত। গত ৭৫ বছরেও এ রকম বৃষ্টি হয়নি বলে জানাচ্ছে সেখানকার আবহাওয়া দফতর। তবে দুবাইয়ের এই বন্যাকে আলোচনায় ছাপিয়ে গিয়েছে শহরের আকাশের রহস্যময় সবুজ রং। কেন হঠাৎ শহরের আকাশ সবুজ হয়ে গেল, এই বিষয় নিয়ে জোর চর্চা চলছে। ©BANGLE TIMES

#Green_Cloud #Dubai

People who shared love close

More like this

Trending Topic