অসম্পূর্ণ এই জীবনে তুমি সম্পূর্ণতার ডেফিনেশন। বেদ | বাংলা Shayari

"অসম্পূর্ণ এই জীবনে তুমি সম্পূর্ণতার ডেফিনেশন। বেদনাপূর্ণ ব্যাস্ততায় তুমি আনন্দে ভরা সেলিব্রেশন।"

 অসম্পূর্ণ এই জীবনে 
তুমি সম্পূর্ণতার ডেফিনেশন।
বেদনাপূর্ণ ব্যাস্ততায়
তুমি আনন্দে ভরা সেলিব্রেশন।

অসম্পূর্ণ এই জীবনে তুমি সম্পূর্ণতার ডেফিনেশন। বেদনাপূর্ণ ব্যাস্ততায় তুমি আনন্দে ভরা সেলিব্রেশন।

জীবনটা যে তোমার জন্যই এতো সুন্দর ভাবে উপভোগ করতে পারি,তাতে কোনো সন্দেহ নেই।তুমি পাশে থাকাটাই আমার স্বর্গসুখ।
#তুমি #ভালোবাসা #truelove
#Chittaranjan_Das

People who shared love close

More like this

Trending Topic