মধ্যরাতের ছড়া আমার কাছে যদি ক্ষমতা থাকতো, তোমার স

"মধ্যরাতের ছড়া আমার কাছে যদি ক্ষমতা থাকতো, তোমার সব বিষন্নতার কারণ গুলো মিটিয়ে দিতাম, আমার কাছে যদি ক্ষমতা থাকতো, তোমার গল্পে এক পশলা সুখের বৃষ্টি নামাতাম, আমার কাছে যদি ক্ষমতা থাকতো, তাহলে নিজেকে অনেক দূরে সরিয়ে নিতাম। কেননা তোমার গল্পে এখন আমি নেই, যে আছে সে এক স্বার্থপর অতীত, যা ভুলতে তুমি পারবে না, তুমি আমায়ও আপন করবে না। আমি না হয় সেদিন তোমার সাথেই হাসবো, যেদিন বলবে তোমারা ইচ্ছে গুলো পূর্ণতা পেয়েছে, আমি না হয় সেদিন আমার অপেক্ষাকে অবসরে পাঠাবো, যেদিন দেখবো তোমায় কেউ আমার চেয়েও বেশি ভালো বেসেছে। ©Hasnayen Ornil"

 মধ্যরাতের ছড়া

আমার কাছে যদি ক্ষমতা থাকতো,
তোমার সব বিষন্নতার কারণ গুলো মিটিয়ে দিতাম,
আমার কাছে  যদি ক্ষমতা থাকতো,
তোমার গল্পে এক পশলা সুখের বৃষ্টি নামাতাম,
আমার কাছে  যদি ক্ষমতা থাকতো,
তাহলে নিজেকে অনেক দূরে সরিয়ে নিতাম।

কেননা তোমার গল্পে এখন আমি নেই,
যে আছে সে এক স্বার্থপর অতীত, 
যা ভুলতে তুমি পারবে না,
তুমি আমায়ও আপন করবে না।

আমি না হয় সেদিন তোমার সাথেই হাসবো,
যেদিন বলবে তোমারা ইচ্ছে গুলো পূর্ণতা পেয়েছে, 
আমি না হয় সেদিন আমার অপেক্ষাকে অবসরে পাঠাবো,
যেদিন দেখবো তোমায় কেউ আমার চেয়েও বেশি  ভালো বেসেছে।

©Hasnayen Ornil

মধ্যরাতের ছড়া আমার কাছে যদি ক্ষমতা থাকতো, তোমার সব বিষন্নতার কারণ গুলো মিটিয়ে দিতাম, আমার কাছে যদি ক্ষমতা থাকতো, তোমার গল্পে এক পশলা সুখের বৃষ্টি নামাতাম, আমার কাছে যদি ক্ষমতা থাকতো, তাহলে নিজেকে অনেক দূরে সরিয়ে নিতাম। কেননা তোমার গল্পে এখন আমি নেই, যে আছে সে এক স্বার্থপর অতীত, যা ভুলতে তুমি পারবে না, তুমি আমায়ও আপন করবে না। আমি না হয় সেদিন তোমার সাথেই হাসবো, যেদিন বলবে তোমারা ইচ্ছে গুলো পূর্ণতা পেয়েছে, আমি না হয় সেদিন আমার অপেক্ষাকে অবসরে পাঠাবো, যেদিন দেখবো তোমায় কেউ আমার চেয়েও বেশি ভালো বেসেছে। ©Hasnayen Ornil

মধ্যরাতের ছড়া
#কবিতা #ছড়া #fyp

People who shared love close

More like this

Trending Topic