ঐ সেথা চাঁদ পূর্ণিমার চাঁদ- ভাসা ভাসা মেঘ, ভালোবা

"ঐ সেথা চাঁদ পূর্ণিমার চাঁদ- ভাসা ভাসা মেঘ, ভালোবাসায় কদমের গাছ ছুঁয়ে ঘরে আসে জানালা বেয়ে। রাত ঘনায়; আমাদের গৃহকোণ লাবণ্যে জড়ায়। হলুদ জ্যোৎস্নায়। এই ঘরে এই অগোছালো ঘরে- আরও এক চাঁদ পাশে বসে থাকে ঠায়। কথা বলে কত; কত ইচ্ছার কথা; স্মৃতি টেনে আনে, ভিড় করে। আহ্লাদি, ভালোবাসা চায়। আলোয় আলো- চাঁদ হাসে আর জ্যোৎস্না ছড়ায়। ©নি রু প ম "

 ঐ সেথা চাঁদ 
পূর্ণিমার চাঁদ- ভাসা ভাসা মেঘ,
ভালোবাসায় কদমের গাছ ছুঁয়ে 
ঘরে আসে জানালা বেয়ে।
রাত ঘনায়;
আমাদের গৃহকোণ লাবণ্যে জড়ায়।
হলুদ জ্যোৎস্নায়।

এই ঘরে
এই অগোছালো ঘরে-
আরও এক চাঁদ পাশে বসে থাকে ঠায়। 
কথা বলে কত;
কত ইচ্ছার কথা;
স্মৃতি টেনে আনে, ভিড় করে।
আহ্লাদি, ভালোবাসা চায়।
আলোয় আলো-
চাঁদ হাসে আর জ্যোৎস্না ছড়ায়।

©নি রু প ম

ঐ সেথা চাঁদ পূর্ণিমার চাঁদ- ভাসা ভাসা মেঘ, ভালোবাসায় কদমের গাছ ছুঁয়ে ঘরে আসে জানালা বেয়ে। রাত ঘনায়; আমাদের গৃহকোণ লাবণ্যে জড়ায়। হলুদ জ্যোৎস্নায়। এই ঘরে এই অগোছালো ঘরে- আরও এক চাঁদ পাশে বসে থাকে ঠায়। কথা বলে কত; কত ইচ্ছার কথা; স্মৃতি টেনে আনে, ভিড় করে। আহ্লাদি, ভালোবাসা চায়। আলোয় আলো- চাঁদ হাসে আর জ্যোৎস্না ছড়ায়। ©নি রু প ম

People who shared love close

More like this

Trending Topic