ওগো প্রিয় সেখ হালিম হোসেন ---------------------- | বাংলা কবিতা

"ওগো প্রিয় সেখ হালিম হোসেন ---------------------- এক পলক দেখেছিলাম তোমায়,,, কোনো এক গোধূলি লগ্নে। বিভোর ছিলে তুমি ওগো,, কারোর ধ্যান ও মগ্নে। বারে বারে চাই গো আমি,, সেই পথ দিয়ে হেঁটে যেতে। যেই পথে তোমায় পেতাম আমি বকুলের নিচে দাড়িয়ে থাকতে। ক্লান্ত মন চঞ্চল হয়ে ওঠে তোমায় দেখার পরে,, মস্তিষ্ক শুধায় মনকে আমার মনের কথা সুধা না ওরে। প্রিয় তুমি আবার এসো সঙ্গে বসন্তের বাহার,, হয়তো কোনো একদিন দিয়েই দেবো দামী উপহার। আলতো করে কাজল চোখে- নদীর মত চলবে তুমি এঁকে বেকে দু চোখ দিয়ে মেটাবো তৃষ্ণা আমি, বিভোর হয়ে ভাববো তোমায় ! আমারই কী শুধু তুমি । হলো নাকো আজকেও বলা সুপ্ত মনের ভাষা ভাবছি কবে হবে পূরণ আমার এই আশা। যেখানেই থাকি গো প্রিয় তোমাতেই বিভোর থাকি, পেওনা কো ভয় আমি শুধু ই তোমারই তো আছি। পারবে কি তুমি বুঝতে আমায় ও আমার মনের কথা? বুঝবে যেদিন আমায় তুমি দূর হবে সেইদিন আমার মনের ব্যথা। দুচোখ দিয়ে শুধু দেখে যাই তোমায়, পারি নাকো কিছু বলতে। প্রিয়তমা আসবে কি সেই দিন ? যেদিন তুমি আমাতেই মত্ত থাকবে। ©SkHalim Hosen"

 ওগো প্রিয়
সেখ হালিম হোসেন
----------------------
এক পলক দেখেছিলাম তোমায়,,,
কোনো এক গোধূলি লগ্নে।
বিভোর ছিলে তুমি ওগো,,
কারোর ধ্যান ও মগ্নে।
বারে বারে চাই গো আমি,,
সেই পথ দিয়ে হেঁটে যেতে।
যেই পথে তোমায় পেতাম আমি
বকুলের নিচে দাড়িয়ে থাকতে।
ক্লান্ত মন চঞ্চল হয়ে ওঠে তোমায় দেখার পরে,,
মস্তিষ্ক শুধায় মনকে আমার মনের কথা সুধা না ওরে।
প্রিয় তুমি আবার এসো সঙ্গে বসন্তের বাহার,,
হয়তো কোনো একদিন দিয়েই দেবো দামী উপহার।
আলতো করে কাজল চোখে-
নদীর মত চলবে তুমি এঁকে বেকে
দু চোখ দিয়ে মেটাবো তৃষ্ণা আমি,
বিভোর হয়ে ভাববো তোমায় !
আমারই কী শুধু তুমি ।
হলো নাকো আজকেও বলা সুপ্ত মনের ভাষা
ভাবছি কবে হবে পূরণ আমার এই আশা।
যেখানেই থাকি গো প্রিয় তোমাতেই বিভোর থাকি,
পেওনা কো ভয় আমি শুধু ই তোমারই তো আছি।
পারবে কি তুমি বুঝতে আমায়
     ও আমার মনের কথা?
বুঝবে যেদিন আমায় তুমি
    দূর হবে সেইদিন আমার মনের ব্যথা।
দুচোখ দিয়ে শুধু দেখে যাই তোমায়,
পারি নাকো কিছু বলতে।
প্রিয়তমা আসবে কি সেই দিন ?
যেদিন তুমি আমাতেই মত্ত থাকবে।

©SkHalim Hosen

ওগো প্রিয় সেখ হালিম হোসেন ---------------------- এক পলক দেখেছিলাম তোমায়,,, কোনো এক গোধূলি লগ্নে। বিভোর ছিলে তুমি ওগো,, কারোর ধ্যান ও মগ্নে। বারে বারে চাই গো আমি,, সেই পথ দিয়ে হেঁটে যেতে। যেই পথে তোমায় পেতাম আমি বকুলের নিচে দাড়িয়ে থাকতে। ক্লান্ত মন চঞ্চল হয়ে ওঠে তোমায় দেখার পরে,, মস্তিষ্ক শুধায় মনকে আমার মনের কথা সুধা না ওরে। প্রিয় তুমি আবার এসো সঙ্গে বসন্তের বাহার,, হয়তো কোনো একদিন দিয়েই দেবো দামী উপহার। আলতো করে কাজল চোখে- নদীর মত চলবে তুমি এঁকে বেকে দু চোখ দিয়ে মেটাবো তৃষ্ণা আমি, বিভোর হয়ে ভাববো তোমায় ! আমারই কী শুধু তুমি । হলো নাকো আজকেও বলা সুপ্ত মনের ভাষা ভাবছি কবে হবে পূরণ আমার এই আশা। যেখানেই থাকি গো প্রিয় তোমাতেই বিভোর থাকি, পেওনা কো ভয় আমি শুধু ই তোমারই তো আছি। পারবে কি তুমি বুঝতে আমায় ও আমার মনের কথা? বুঝবে যেদিন আমায় তুমি দূর হবে সেইদিন আমার মনের ব্যথা। দুচোখ দিয়ে শুধু দেখে যাই তোমায়, পারি নাকো কিছু বলতে। প্রিয়তমা আসবে কি সেই দিন ? যেদিন তুমি আমাতেই মত্ত থাকবে। ©SkHalim Hosen

Hello my dear friends
this is my one more poem writting in Bengali.
please guys let's support me

#Thinking

People who shared love close

More like this

Trending Topic