SkHalim Hosen

SkHalim Hosen

अधूरी जिंदेगी,, अधूरा सपना adhure zindegi, 🌹 adhura sapna

  • Latest
  • Popular
  • Video
#lovebeat

zindegi kisi ka intezar nahi karti #lovebeat

77 View

ওগো প্রিয় সেখ হালিম হোসেন ---------------------- এক পলক দেখেছিলাম তোমায়,,, কোনো এক গোধূলি লগ্নে। বিভোর ছিলে তুমি ওগো,, কারোর ধ্যান ও মগ্নে। বারে বারে চাই গো আমি,, সেই পথ দিয়ে হেঁটে যেতে। যেই পথে তোমায় পেতাম আমি বকুলের নিচে দাড়িয়ে থাকতে। ক্লান্ত মন চঞ্চল হয়ে ওঠে তোমায় দেখার পরে,, মস্তিষ্ক শুধায় মনকে আমার মনের কথা সুধা না ওরে। প্রিয় তুমি আবার এসো সঙ্গে বসন্তের বাহার,, হয়তো কোনো একদিন দিয়েই দেবো দামী উপহার। আলতো করে কাজল চোখে- নদীর মত চলবে তুমি এঁকে বেকে দু চোখ দিয়ে মেটাবো তৃষ্ণা আমি, বিভোর হয়ে ভাববো তোমায় ! আমারই কী শুধু তুমি । হলো নাকো আজকেও বলা সুপ্ত মনের ভাষা ভাবছি কবে হবে পূরণ আমার এই আশা। যেখানেই থাকি গো প্রিয় তোমাতেই বিভোর থাকি, পেওনা কো ভয় আমি শুধু ই তোমারই তো আছি। পারবে কি তুমি বুঝতে আমায় ও আমার মনের কথা? বুঝবে যেদিন আমায় তুমি দূর হবে সেইদিন আমার মনের ব্যথা। দুচোখ দিয়ে শুধু দেখে যাই তোমায়, পারি নাকো কিছু বলতে। প্রিয়তমা আসবে কি সেই দিন ? যেদিন তুমি আমাতেই মত্ত থাকবে। ©SkHalim Hosen

#কবিতা #Thinking  ওগো প্রিয়
সেখ হালিম হোসেন
----------------------
এক পলক দেখেছিলাম তোমায়,,,
কোনো এক গোধূলি লগ্নে।
বিভোর ছিলে তুমি ওগো,,
কারোর ধ্যান ও মগ্নে।
বারে বারে চাই গো আমি,,
সেই পথ দিয়ে হেঁটে যেতে।
যেই পথে তোমায় পেতাম আমি
বকুলের নিচে দাড়িয়ে থাকতে।
ক্লান্ত মন চঞ্চল হয়ে ওঠে তোমায় দেখার পরে,,
মস্তিষ্ক শুধায় মনকে আমার মনের কথা সুধা না ওরে।
প্রিয় তুমি আবার এসো সঙ্গে বসন্তের বাহার,,
হয়তো কোনো একদিন দিয়েই দেবো দামী উপহার।
আলতো করে কাজল চোখে-
নদীর মত চলবে তুমি এঁকে বেকে
দু চোখ দিয়ে মেটাবো তৃষ্ণা আমি,
বিভোর হয়ে ভাববো তোমায় !
আমারই কী শুধু তুমি ।
হলো নাকো আজকেও বলা সুপ্ত মনের ভাষা
ভাবছি কবে হবে পূরণ আমার এই আশা।
যেখানেই থাকি গো প্রিয় তোমাতেই বিভোর থাকি,
পেওনা কো ভয় আমি শুধু ই তোমারই তো আছি।
পারবে কি তুমি বুঝতে আমায়
     ও আমার মনের কথা?
বুঝবে যেদিন আমায় তুমি
    দূর হবে সেইদিন আমার মনের ব্যথা।
দুচোখ দিয়ে শুধু দেখে যাই তোমায়,
পারি নাকো কিছু বলতে।
প্রিয়তমা আসবে কি সেই দিন ?
যেদিন তুমি আমাতেই মত্ত থাকবে।

©SkHalim Hosen

Hello my dear friends this is my one more poem writting in Bengali. please guys let's support me #Thinking

4 Love

ওগো প্রিয় লেখনীতে: সেখ হালিম হোসেন এক পলক দেখেছিলাম তোমায়,,, কোনো এক গোধূলি লগ্নে। বিভোর ছিলে তুমি ওগো,, কারোর ধ্যান ও মগ্নে। বারে বারে চাই গো আমি,, সেই পথ দিয়ে হেঁটে যেতে। যেই পথে তোমায় পেতাম আমি বকুলের নিচে দাড়িয়ে থাকতে। ক্লান্ত মন চঞ্চল হয়ে ওঠে তোমায় দেখার পরে,, মস্তিষ্ক শুধায় মনকে আমার মনের কথা সুধা না ওরে। প্রিয় তুমি আবার এসো সঙ্গে বসন্তের বাহার,, হয়তো কোনো একদিন দিয়েই দেবো দামী উপহার। আলতো করে কাজল চোখে- নদীর মত চলবে তুমি এঁকে বেকে দু চোখ দিয়ে মেটাবো তৃষ্ণা আমি, বিভোর হয়ে ভাববো তোমায় ! আমারই কী শুধু তুমি । হলো নাকো আজকেও বলা সুপ্ত মনের ভাষা ভাবছি কবে হবে পূরণ আমার এই আশা। যেখানেই থাকি গো প্রিয় তোমাতেই বিভোর থাকি, পেওনা কো ভয় আমি শুধু ই তোমারই তো আছি। পারবে কি তুমি বুঝতে আমায় ও আমার মনের কথা? বুঝবে যেদিন আমায় তুমি দূর হবে সেইদিন আমার মনের ব্যথা। দুচোখ দিয়ে শুধু দেখে যাই তোমায়, পারি নাকো কিছু বলতে। প্রিয়তমা আসবে কি সেই দিন ? যেদিন তুমি আমাতেই মত্ত থাকবে। ©SkHalim Hosen

#first_poem_for_google #miss_you_so_much #কবিতা #chocolateday  ওগো প্রিয়
লেখনীতে: সেখ হালিম হোসেন


এক পলক দেখেছিলাম তোমায়,,,
কোনো এক গোধূলি লগ্নে।
বিভোর ছিলে তুমি ওগো,,
কারোর ধ্যান ও মগ্নে।
বারে বারে চাই গো আমি,,
সেই পথ দিয়ে হেঁটে যেতে।
যেই পথে তোমায় পেতাম আমি
বকুলের নিচে দাড়িয়ে থাকতে।
ক্লান্ত মন চঞ্চল হয়ে ওঠে তোমায় দেখার পরে,,
মস্তিষ্ক শুধায় মনকে আমার মনের কথা সুধা না ওরে।
প্রিয় তুমি আবার এসো সঙ্গে বসন্তের বাহার,,
হয়তো কোনো একদিন দিয়েই দেবো দামী উপহার।
আলতো করে কাজল চোখে-
নদীর মত চলবে তুমি এঁকে বেকে
দু চোখ দিয়ে মেটাবো তৃষ্ণা আমি,
বিভোর হয়ে ভাববো তোমায় !
আমারই কী শুধু তুমি ।
হলো নাকো আজকেও বলা সুপ্ত মনের ভাষা
ভাবছি কবে হবে পূরণ আমার এই আশা।
যেখানেই থাকি গো প্রিয় তোমাতেই বিভোর থাকি,
পেওনা কো ভয় আমি শুধু ই তোমারই তো আছি।
পারবে কি তুমি বুঝতে আমায়
     ও আমার মনের কথা?
বুঝবে যেদিন আমায় তুমি
    দূর হবে সেইদিন আমার মনের ব্যথা।
দুচোখ দিয়ে শুধু দেখে যাই তোমায়,
পারি নাকো কিছু বলতে।
প্রিয়তমা আসবে কি সেই দিন ?
যেদিন তুমি আমাতেই মত্ত থাকবে।

©SkHalim Hosen

Dear readers This is my first bengali poem please support me. and leave your most valuable feedback about this poem #miss_you_so_much #first_poem_for_google #chocolateday

5 Love

#HeartfeltMessage #myfirstpoem #nojato

67 View

#TuneWithTone

#TuneWithTone Mr.GYAAN Suman Zaniyan

87 View

Trending Topic