অচ্ছুত ----------------------------- তারপর ভূগর্ভ

"অচ্ছুত ----------------------------- তারপর ভূগর্ভ কাঁপিয়ে শিকড়ের আর্ত আস্ফালন, বিলুপ্ত কল্পবৃক্ষ মৃত্তিকার রন্ধ্রভেদে শুধু প্রাচীনতার তীব্র বিক্ষোভ ! জীবন্ত আগ্নেয়গিরির - দুর্দমনীয় উদগীরণে স্খলিত সতেজ বাস্তুতন্ত্র ছারখার... ঐ জলকামানের তীব্রতা পারেনি ল্যাটেরাইটের স্তব্ধ পরিসরের অনশন ভেঙে দিতে পারেনি আর পারবেও না, অযুত শতাব্দী নতজানু ঐ সূর্যতলে নিগূঢ় উপাশনায় !! আকস্মিক আলো যেমন বসন্ত আঁকে বিন্ধ্যের স্যাঁতস্যাতে পাদদেশে - মুকুলের উচ্ছ্বাসে তবু পরে নঙর্থক পরোয়ানা জারি, সুগন্ধিকরণে জরিমানা শতগুণ এও তদ্রুপ অবগুন্ঠিত আলেয়ার তলে । তবু নীলচে অ্যাকোয়ারিয়াম ভোলেনি শৈবাল আস্তিন তলে বৃহত্তর মমিফিসের এপিটাফ, সাইক্লয়েড আঁশের পুঞ্জগহ্বরে লাল হলুদের সে'ই নব্য সম্মেলন ! উদ্দাম জলগহীনের উতল বুদবুদ আর সে দেওয়ালের ক্ষণস্থায়ী রেখচিত্র... আজ সবটুকু বন্দি শুধু বেলোয়ারি কাঁচে, বুনো ঝড়ে বোহেমিয়ান হলদেটে পৃষ্ঠা, শব্দেরা কথা বলে নৈঋতে !! তবু ঝাউগাছে পড়ন্ত আশ্বাস... হিমলাগা রোদ্দুর খেলে মেঘমিছিলে মুহু অচ্ছুত বামপাড়ে । ©মৌসুমী চট্টোপাধ্যায়"

 অচ্ছুত
-----------------------------
তারপর ভূগর্ভ কাঁপিয়ে শিকড়ের আর্ত আস্ফালন, বিলুপ্ত কল্পবৃক্ষ
মৃত্তিকার রন্ধ্রভেদে শুধু প্রাচীনতার তীব্র বিক্ষোভ ! জীবন্ত আগ্নেয়গিরির -
দুর্দমনীয় উদগীরণে স্খলিত সতেজ বাস্তুতন্ত্র ছারখার...
ঐ জলকামানের তীব্রতা পারেনি ল্যাটেরাইটের স্তব্ধ পরিসরের অনশন ভেঙে দিতে
পারেনি আর পারবেও না, অযুত শতাব্দী নতজানু ঐ সূর্যতলে নিগূঢ় উপাশনায় !!
আকস্মিক আলো যেমন বসন্ত আঁকে বিন্ধ্যের স্যাঁতস্যাতে পাদদেশে -
মুকুলের উচ্ছ্বাসে তবু পরে নঙর্থক পরোয়ানা জারি, সুগন্ধিকরণে জরিমানা শতগুণ
এও তদ্রুপ অবগুন্ঠিত আলেয়ার তলে ।
তবু নীলচে অ্যাকোয়ারিয়াম ভোলেনি শৈবাল আস্তিন তলে বৃহত্তর মমিফিসের এপিটাফ,
সাইক্লয়েড আঁশের পুঞ্জগহ্বরে লাল হলুদের সে'ই নব্য সম্মেলন !
উদ্দাম জলগহীনের উতল বুদবুদ আর সে দেওয়ালের ক্ষণস্থায়ী রেখচিত্র...
আজ সবটুকু বন্দি শুধু বেলোয়ারি কাঁচে, 
বুনো ঝড়ে বোহেমিয়ান হলদেটে পৃষ্ঠা, শব্দেরা কথা বলে নৈঋতে !!
তবু ঝাউগাছে পড়ন্ত আশ্বাস...
হিমলাগা রোদ্দুর খেলে মেঘমিছিলে মুহু অচ্ছুত বামপাড়ে ।

©মৌসুমী চট্টোপাধ্যায়

অচ্ছুত ----------------------------- তারপর ভূগর্ভ কাঁপিয়ে শিকড়ের আর্ত আস্ফালন, বিলুপ্ত কল্পবৃক্ষ মৃত্তিকার রন্ধ্রভেদে শুধু প্রাচীনতার তীব্র বিক্ষোভ ! জীবন্ত আগ্নেয়গিরির - দুর্দমনীয় উদগীরণে স্খলিত সতেজ বাস্তুতন্ত্র ছারখার... ঐ জলকামানের তীব্রতা পারেনি ল্যাটেরাইটের স্তব্ধ পরিসরের অনশন ভেঙে দিতে পারেনি আর পারবেও না, অযুত শতাব্দী নতজানু ঐ সূর্যতলে নিগূঢ় উপাশনায় !! আকস্মিক আলো যেমন বসন্ত আঁকে বিন্ধ্যের স্যাঁতস্যাতে পাদদেশে - মুকুলের উচ্ছ্বাসে তবু পরে নঙর্থক পরোয়ানা জারি, সুগন্ধিকরণে জরিমানা শতগুণ এও তদ্রুপ অবগুন্ঠিত আলেয়ার তলে । তবু নীলচে অ্যাকোয়ারিয়াম ভোলেনি শৈবাল আস্তিন তলে বৃহত্তর মমিফিসের এপিটাফ, সাইক্লয়েড আঁশের পুঞ্জগহ্বরে লাল হলুদের সে'ই নব্য সম্মেলন ! উদ্দাম জলগহীনের উতল বুদবুদ আর সে দেওয়ালের ক্ষণস্থায়ী রেখচিত্র... আজ সবটুকু বন্দি শুধু বেলোয়ারি কাঁচে, বুনো ঝড়ে বোহেমিয়ান হলদেটে পৃষ্ঠা, শব্দেরা কথা বলে নৈঋতে !! তবু ঝাউগাছে পড়ন্ত আশ্বাস... হিমলাগা রোদ্দুর খেলে মেঘমিছিলে মুহু অচ্ছুত বামপাড়ে । ©মৌসুমী চট্টোপাধ্যায়

#অচ্ছুত #মৌসুমীচ্যাটার্জী #বাংলা_কবিতা

People who shared love close

More like this

Trending Topic