মৌসুমী চট্টোপাধ্যায়

মৌসুমী চট্টোপাধ্যায়

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে...❤️❤️❤️

  • Latest
  • Popular
  • Video
#মৌসুমীচ্যাটার্জী #বৃষ্টিরডাকনামে #বাংলা_কবিতা #কবিতা
#মৌসুমীচ্যাটার্জী #বাংলা_কবিতা #কবিতা #প্রেম  নক্সা
-----------------------------
একটু একটু করে নক্সা ফুটে উঠছে,
উত্তুঙ্গ এ কালবেলা ওড়ায় ফিনিক্স ঝাঁক !!
সুক্ষ্মাতি সুক্ষ্ম স্বর্ণরেশমের মলায়েম বুননে বিগত কয়েক দশক ধরাশায়ী...
তবে এ'ই বেশ, থাক নাহয় অযুত শতাব্দী তসরাদৃত মহানগরে -
মোগল বাজপুতের তেজস্বী ছাড়পত্রে মহিমান্বিত হোক সে'ই সমন্বয়ী বালুচরি !!
সেদিন সবুজের বিস্তারে হন্যে রেশমকীট,
তার গুটির ভিতর অলীক গুটির তত্ত্বাবধান সময় সময় -
মুড়িয়ে খাচ্ছে সদ্যজাত পর্ণশ্রীর সরসতা আস্বাদনের অমোঘ নেশায়...
ভিক্ষু যেমন রাজদ্বারে পরমান্ন পিয়াসী কিম্বা সাহারার তিয়াসী বেদুঈন
শুষে নেয় জল গ্রীষ্মসম দাবদাহে ! তফাৎ কি তা গ্রাসের ফেরে বুভুক্ষুতায় !!
তবু সে'ই সোনায় ছেঁচা স্বর্ণরেশম অনাদায়ী, 
নক্সা বুনছে আলো আঁধারির গরদ থানে -
কোন বিশ্বজয়ের অলিখিত ফরমানে ।

©মৌসুমী চট্টোপাধ্যায়
#কবিতা  সখা
-------------------------
মোর বিজন ঘরের নিবিড় সখা
সাজিও যতনে পুষ্পদান...
রৌদ্র মদিরায় আকন্ঠ তিয়াস
ভিজুক ভিজুক তৃষার্ত প্রাণ ।

শর্বরী নত বহতা স্রোতে 
মেঘমল্লারে ধ্রুপদী সুর...
মিলিয়া গিয়াছে নীলিমার শোক
আতরীত হৃদ অন্তঃপুর ।

হেরিয়া হেরিয়া পুষ্প রাগিণী
চেতন করিছে অর্ঘ্য দান...
এহেন ভিন্নতা আজ নাইকো শোভে
অনন্ততায় লিখিত পরিত্রাণ ।

©মৌসুমী চট্টোপাধ্যায়

সখা ------------------------- মোর বিজন ঘরের নিবিড় সখা সাজিও যতনে পুষ্পদান... রৌদ্র মদিরায় আকন্ঠ তিয়াস ভিজুক ভিজুক তৃষার্ত প্রাণ । শর্বরী নত বহতা স্রোতে মেঘমল্লারে ধ্রুপদী সুর... মিলিয়া গিয়াছে নীলিমার শোক আতরীত হৃদ অন্তঃপুর । হেরিয়া হেরিয়া পুষ্প রাগিণী চেতন করিছে অর্ঘ্য দান... এহেন ভিন্নতা আজ নাইকো শোভে অনন্ততায় লিখিত পরিত্রাণ । ©মৌসুমী চট্টোপাধ্যায়

28,005 View

অতর্কিতে ------------------------------ প্রগাঢ় অন্ধকার ! সর্পিল পথে দুর্বার শববাহী সময়... এ নদীর অভিমুখ পরিবর্তীত বেওয়ারিশ উল্লাসে নৈঃশব্দে ভাঙে পাড়, অযুত খণ্ডাংশের গভীরে শুধুই নিরুচ্চার জল আর জল !! চর বিকোয় জীবন্ত পরিসর ক্রমশ পরিসীমা লঙ্ঘিত লিখনের দাবিতে, তবু অতন্দ্র চাতকের ঠোঁটে ন্যুব্জ ফেরারী গান... যাত্রা বহুদূর গন্তব্যহীন যুদ্ধটা জারি, নদী জানে - বহতা ধারার প্রতি বাঁকে ওত পেতে ফৌজের দল বর্ষায় আনুষাঙ্গিক বুলেট, তারপর নীললোহিতের খেলা চলে রাতভর ; শত কাটাকুটি আর ওঠানামা - মন্ত্রি, সেনা সব স'ব ধরাশায়ী অবশেষে দুর্জয় লালে রাঙা ছককাটা অন্তরমহল... তবু বহমান বহমানের তরে, হয়তো বা দিগন্ত দেখা বাকি !! অতর্কিতে খতিয়ানে চর্চিত অনন্য সমাবেশ, এক পাহাড় ছুঁয়েছে নদী - গণ্ডুষে বাঁধি বিহানবেলার আলো উচ্ছ্বল ঊর্মির শাব্দিকতায় যায় নব্য পরিসর খুঁজি, আদতে এক উদ্ভ্রান্ত পাহাড়ও পেয়েছে এক নদী । ©মৌসুমী চট্টোপাধ্যায়

#মৌসুমীচ্যাটার্জী #বাংলাকবিতা #অতর্কিতে #কবিতা  অতর্কিতে
------------------------------
প্রগাঢ় অন্ধকার ! সর্পিল পথে দুর্বার শববাহী সময়...
এ নদীর অভিমুখ পরিবর্তীত বেওয়ারিশ উল্লাসে নৈঃশব্দে ভাঙে পাড়,
অযুত খণ্ডাংশের গভীরে শুধুই নিরুচ্চার জল আর জল !!
চর বিকোয় জীবন্ত পরিসর ক্রমশ পরিসীমা লঙ্ঘিত লিখনের দাবিতে,
তবু অতন্দ্র চাতকের ঠোঁটে ন্যুব্জ ফেরারী গান...
যাত্রা বহুদূর গন্তব্যহীন যুদ্ধটা জারি, নদী জানে -
বহতা ধারার প্রতি বাঁকে ওত পেতে ফৌজের দল বর্ষায় আনুষাঙ্গিক বুলেট,
তারপর নীললোহিতের খেলা চলে রাতভর ; শত কাটাকুটি আর ওঠানামা -
মন্ত্রি, সেনা সব স'ব ধরাশায়ী অবশেষে দুর্জয় লালে রাঙা ছককাটা অন্তরমহল...
তবু বহমান বহমানের তরে, হয়তো বা দিগন্ত দেখা বাকি !!
অতর্কিতে খতিয়ানে চর্চিত অনন্য সমাবেশ, এক পাহাড় ছুঁয়েছে নদী -
গণ্ডুষে বাঁধি বিহানবেলার আলো উচ্ছ্বল ঊর্মির শাব্দিকতায় যায় নব্য পরিসর খুঁজি,
আদতে এক উদ্ভ্রান্ত পাহাড়ও পেয়েছে এক নদী ।

©মৌসুমী চট্টোপাধ্যায়

অচ্ছুত ----------------------------- তারপর ভূগর্ভ কাঁপিয়ে শিকড়ের আর্ত আস্ফালন, বিলুপ্ত কল্পবৃক্ষ মৃত্তিকার রন্ধ্রভেদে শুধু প্রাচীনতার তীব্র বিক্ষোভ ! জীবন্ত আগ্নেয়গিরির - দুর্দমনীয় উদগীরণে স্খলিত সতেজ বাস্তুতন্ত্র ছারখার... ঐ জলকামানের তীব্রতা পারেনি ল্যাটেরাইটের স্তব্ধ পরিসরের অনশন ভেঙে দিতে পারেনি আর পারবেও না, অযুত শতাব্দী নতজানু ঐ সূর্যতলে নিগূঢ় উপাশনায় !! আকস্মিক আলো যেমন বসন্ত আঁকে বিন্ধ্যের স্যাঁতস্যাতে পাদদেশে - মুকুলের উচ্ছ্বাসে তবু পরে নঙর্থক পরোয়ানা জারি, সুগন্ধিকরণে জরিমানা শতগুণ এও তদ্রুপ অবগুন্ঠিত আলেয়ার তলে । তবু নীলচে অ্যাকোয়ারিয়াম ভোলেনি শৈবাল আস্তিন তলে বৃহত্তর মমিফিসের এপিটাফ, সাইক্লয়েড আঁশের পুঞ্জগহ্বরে লাল হলুদের সে'ই নব্য সম্মেলন ! উদ্দাম জলগহীনের উতল বুদবুদ আর সে দেওয়ালের ক্ষণস্থায়ী রেখচিত্র... আজ সবটুকু বন্দি শুধু বেলোয়ারি কাঁচে, বুনো ঝড়ে বোহেমিয়ান হলদেটে পৃষ্ঠা, শব্দেরা কথা বলে নৈঋতে !! তবু ঝাউগাছে পড়ন্ত আশ্বাস... হিমলাগা রোদ্দুর খেলে মেঘমিছিলে মুহু অচ্ছুত বামপাড়ে । ©মৌসুমী চট্টোপাধ্যায়

#মৌসুমীচ্যাটার্জী #বাংলা_কবিতা #অচ্ছুত #কবিতা  অচ্ছুত
-----------------------------
তারপর ভূগর্ভ কাঁপিয়ে শিকড়ের আর্ত আস্ফালন, বিলুপ্ত কল্পবৃক্ষ
মৃত্তিকার রন্ধ্রভেদে শুধু প্রাচীনতার তীব্র বিক্ষোভ ! জীবন্ত আগ্নেয়গিরির -
দুর্দমনীয় উদগীরণে স্খলিত সতেজ বাস্তুতন্ত্র ছারখার...
ঐ জলকামানের তীব্রতা পারেনি ল্যাটেরাইটের স্তব্ধ পরিসরের অনশন ভেঙে দিতে
পারেনি আর পারবেও না, অযুত শতাব্দী নতজানু ঐ সূর্যতলে নিগূঢ় উপাশনায় !!
আকস্মিক আলো যেমন বসন্ত আঁকে বিন্ধ্যের স্যাঁতস্যাতে পাদদেশে -
মুকুলের উচ্ছ্বাসে তবু পরে নঙর্থক পরোয়ানা জারি, সুগন্ধিকরণে জরিমানা শতগুণ
এও তদ্রুপ অবগুন্ঠিত আলেয়ার তলে ।
তবু নীলচে অ্যাকোয়ারিয়াম ভোলেনি শৈবাল আস্তিন তলে বৃহত্তর মমিফিসের এপিটাফ,
সাইক্লয়েড আঁশের পুঞ্জগহ্বরে লাল হলুদের সে'ই নব্য সম্মেলন !
উদ্দাম জলগহীনের উতল বুদবুদ আর সে দেওয়ালের ক্ষণস্থায়ী রেখচিত্র...
আজ সবটুকু বন্দি শুধু বেলোয়ারি কাঁচে, 
বুনো ঝড়ে বোহেমিয়ান হলদেটে পৃষ্ঠা, শব্দেরা কথা বলে নৈঋতে !!
তবু ঝাউগাছে পড়ন্ত আশ্বাস...
হিমলাগা রোদ্দুর খেলে মেঘমিছিলে মুহু অচ্ছুত বামপাড়ে ।

©মৌসুমী চট্টোপাধ্যায়
Trending Topic