Ankan Guha

Ankan Guha

" পারলে আমায় একটু বুঝো, চেনা অবাধ্য অনুরাগে, পাশে রইব অনেকেই বলেছিল, হারিয়ে ফেলার আগে" ©~ অঙ্কন

  • Latest
  • Popular
  • Video
#কবিতা #DurgaAarti  শুভ শারদীয়া

শুভ শারদীয়া #DurgaAarti

135 View

#হ্যাপি_ফ্রেন্ডশিপ_ডে #শুভ_বন্ধুত্ব_দিবস #বন্ধু #কবিতা

সকল বন্ধুদের কে আজ শুভ বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা রইল... খুব ভালো থাকুক সকলে এই শুভ কামনা রইল... #শুভ_বন্ধুত্ব_দিবস #হ্যাপি_ফ্রেন্ডশিপ_ডে #বন্ধু 💚❤🧡💜🖤💛

65 View

#রবীন্দ্রপ্রেমী💙 #কবিতা  🙏 বিশ্বকবি লহ প্রণাম
#মাতৃদিবস #Mothersdayspecial #কবিতা #mother❤️ #MothersDay #pyaarimaa

আমার জন্যে মাতৃদিবস শুধু একদিন নয়, মা না থাকলে রোজনামচার জীবন অচল হয়। দিনটা লাগে ফাঁকা, যদি মায়ের বকুনি মিস করি মায়ের আদর শাসন সে তো রোজই থাকে, তাই রোজ মাতৃদিবস ধরি।। আমার জন্যে মাতৃদিবস, ভীষণ রকম রোজ, যেখানেই থাকি জানি কেবল ওই মানুষটাই নেবে আমার খোঁজ, সকাল শুরু যার তাড়াতে, দিনভর চলে তক্কি তরফদারি, জীবনে অনেক কিছু না হলেও চলে, শুধু মা বড্ড দরকারি।। জিনিস রাখি নিজে, না খুঁজে পেলে মা তুমি কোথায় যে সব রাখো, ঝড়, ঝাপটা হাজার বিপদে, 'মন' কেন মা কে শুধু ডাকো? আমার জন্যে মাতৃদিবসে ঘটা করতে গেলে শুনতে হবে মুখ, মায়ের কথায়- 'যত বাজে খরচ, হে ভগবান কপালে নেই সুখ'! মা চলো রেস্টুরেন্টে খেয়ে আসি, না হয় জোম্যাটো তে অর্ডার করি থালি, মা- 'অনেক বেলা হয়েছে, আড্ডা মারা হলে তাড়াতাড়ি এসে খেয়ে আমায় উদ্ধার কর খালি'।। আমার জন্যে মাতৃদিবস, অফিস বারে ভীষণ ভাবে, টিফিন গোছায়, সকালের ভাত নিমেষে হাজির, ছেলে অফিস যাবে। আমার জন্যে মাতৃদিবস, জ্বরের সময় ভীষণ রকম, সেদিন বন্ধুদের আড্ডা ছেড়ে মার কোলটা প্রিয়, মা বুঝে বলে- শরীর খারাপ বোধহয়, মনে হচ্ছে দেখে তোর রকমসকম'।। আমার জন্যে মাতৃদিবস নানান পুজো আচ্ছার বারে, নিজে উপোস করে থাকেন তিনি, অথচ সন্তানের মঙ্গল কামনায় আর এক মায়ের দ্বারে। আমার জন্যে হাত মোছার জন্যে আজও হাতের সামনে মায়ের আঁচল চোখে পড়ে, সেই আঁচলের আড়ালে হাজার দুঃখ চেপে কত কান্না ঝড়ে পড়ে। আমার জন্যে মাতৃদিবস না বলা কথাও যে যায় বুঝে, ঠিক ধরবে, কি লুকোচ্ছি, তার গোয়েন্দা চোখ নেবে ঠিকই খুঁজে।। আমার জন্যে মাতৃদিবস, ঠিক ভুলের ফারাক চেনায়, আমার জীবন বড্ড ঋণী, রোজ মাতৃদিবসের দেনায়।। আমার জন্যে মাতৃদিবস তাই আড়ম্বর বা উদযাপনে হয় না, ওসব আমার মাতৃদেবীর ধাতে যে বাপু সয় না।। আমি তাই রোজ মনে মনে বলি - 'পৃথিবীর সব মায়েরা যেন ভালো থাকে' শেষ নিঃশ্বাস অবধি সব সন্তান যেন 'মা' বলে ডাকার কপালটুকু রাখে। ©Ankan Guha

#মাতৃদিবস #Happy_Mothers_Day #কবিতা #MothersDay #matridiwas  আমার জন্যে মাতৃদিবস শুধু একদিন নয়, 
মা না থাকলে রোজনামচার জীবন অচল হয়। 
দিনটা লাগে ফাঁকা, যদি মায়ের বকুনি মিস করি
মায়ের আদর শাসন সে তো রোজই থাকে,
তাই রোজ মাতৃদিবস ধরি।। 
আমার জন্যে মাতৃদিবস, ভীষণ রকম রোজ,
যেখানেই থাকি জানি কেবল ওই মানুষটাই নেবে আমার খোঁজ, 
সকাল শুরু যার তাড়াতে, দিনভর চলে তক্কি তরফদারি, 
জীবনে অনেক কিছু না হলেও চলে, শুধু মা বড্ড দরকারি।।
জিনিস রাখি নিজে, না খুঁজে পেলে মা তুমি কোথায় যে সব রাখো, 
ঝড়, ঝাপটা হাজার বিপদে, 'মন' কেন মা কে শুধু ডাকো? 
আমার জন্যে মাতৃদিবসে ঘটা করতে গেলে শুনতে হবে মুখ,
মায়ের কথায়- 'যত বাজে খরচ, হে ভগবান কপালে নেই সুখ'! 
মা চলো রেস্টুরেন্টে খেয়ে আসি, না হয় জোম্যাটো তে অর্ডার করি থালি, 
মা- 'অনেক বেলা হয়েছে, আড্ডা মারা হলে তাড়াতাড়ি এসে খেয়ে আমায় উদ্ধার কর খালি'।। 
আমার জন্যে মাতৃদিবস, অফিস বারে ভীষণ ভাবে, 
টিফিন গোছায়, সকালের ভাত নিমেষে হাজির, ছেলে অফিস যাবে। 
আমার জন্যে মাতৃদিবস, জ্বরের সময় ভীষণ রকম, 
সেদিন বন্ধুদের আড্ডা ছেড়ে মার কোলটা প্রিয়, মা বুঝে বলে- শরীর খারাপ বোধহয়, মনে হচ্ছে দেখে তোর রকমসকম'।।
আমার জন্যে মাতৃদিবস নানান পুজো আচ্ছার বারে, 
নিজে উপোস করে থাকেন তিনি, অথচ সন্তানের মঙ্গল কামনায় আর এক মায়ের দ্বারে।
আমার জন্যে হাত মোছার জন্যে আজও হাতের সামনে মায়ের আঁচল চোখে পড়ে, 
সেই আঁচলের আড়ালে হাজার দুঃখ চেপে কত কান্না ঝড়ে পড়ে। 
আমার জন্যে মাতৃদিবস না বলা কথাও যে যায় বুঝে, 
ঠিক ধরবে, কি লুকোচ্ছি, তার গোয়েন্দা চোখ নেবে ঠিকই খুঁজে।। 
আমার জন্যে মাতৃদিবস, ঠিক ভুলের ফারাক চেনায়, 
আমার জীবন বড্ড ঋণী, রোজ মাতৃদিবসের দেনায়।। 
আমার জন্যে মাতৃদিবস তাই আড়ম্বর বা উদযাপনে হয় না, 
ওসব আমার মাতৃদেবীর ধাতে যে বাপু সয় না।। 
আমি তাই রোজ মনে মনে বলি - 'পৃথিবীর সব মায়েরা যেন ভালো থাকে'
শেষ নিঃশ্বাস অবধি সব সন্তান যেন 'মা' বলে ডাকার কপালটুকু রাখে।

©Ankan Guha
#জন্মান্তর #poetryunplugged  জন্মান্তর.. 
'একজন্মে কি সব ভালোবাসা যায়?'
Trending Topic