রোদ

রোদ Lives in Burdwan, West Bengal, India

  • Latest
  • Popular
  • Video
#ভালোবাসা #বৃষ্টি #প্রেম  ❤

#বৃষ্টি #ভালোবাসা #প্রেম Dr.Imran Hassan Barbhuiya সৌরভ কোলে Nilambar pooja negi# আচার্য্য কার্তিক

57 View

সেদিন বৃষ্টি হচ্ছিল যেদিন তোমার সাথে আমার প্রথম আলাপ হয়। সেদিন বৃষ্টি হচ্ছিল যেদিন তোমায় আমি প্রেম প্রস্তাব দিই। সেদিন বৃষ্টি হচ্ছিল যেদিন আমরা প্রথম দুজন দুজনকে আলিঙ্গন করেছি। সেদিন বৃষ্টি হচ্ছিল যেদিন তুমি আমি দুজনেই প্রথম হেঁটেছিলাম মিছিলে। সেদিন বৃষ্টি হচ্ছিল যেদিন আমার উপর রাগ করে তুমি কেঁদেছিলে। সেদিন বৃষ্টি হচ্ছিল যেদিন তুমি আমার উপর রাগ করে সারদিন কিচ্ছু না খেয়ে কাটিয়ে দিয়েছিলে। সেদিন বৃষ্টি হচ্ছিল যেদিন সমাজের কাছে তোমার আমার প্রেম পরিনতি পেয়েছিল। সেদিন বৃষ্টি হচ্ছিল যেদিন তোমার আমার প্রিয়, আদরের, মানুষকে আমাদের বাড়িতে এনেছিলাম। আমাদের মেয়ে। সেদিনও বৃষ্টি হচ্ছিল আজও বৃষ্টি হচ্ছে তোমার যাওয়ার বেলায়। বৃষ্টি তোমার প্রিয় ছিল, হয়তো তুমিও তার। রোদ

#poem  সেদিন বৃষ্টি হচ্ছিল
যেদিন তোমার সাথে আমার প্রথম আলাপ হয়।
সেদিন বৃষ্টি হচ্ছিল
যেদিন তোমায় আমি প্রেম প্রস্তাব দিই।
সেদিন বৃষ্টি হচ্ছিল
যেদিন আমরা প্রথম দুজন দুজনকে আলিঙ্গন করেছি।
সেদিন বৃষ্টি হচ্ছিল
যেদিন তুমি আমি দুজনেই প্রথম হেঁটেছিলাম মিছিলে।
সেদিন বৃষ্টি হচ্ছিল
যেদিন আমার উপর রাগ করে তুমি কেঁদেছিলে।
সেদিন বৃষ্টি হচ্ছিল 
যেদিন তুমি আমার উপর রাগ করে সারদিন কিচ্ছু না খেয়ে কাটিয়ে দিয়েছিলে।
সেদিন বৃষ্টি হচ্ছিল
যেদিন সমাজের কাছে তোমার আমার প্রেম পরিনতি পেয়েছিল।
সেদিন বৃষ্টি হচ্ছিল
যেদিন তোমার আমার প্রিয়, আদরের, মানুষকে আমাদের বাড়িতে এনেছিলাম। আমাদের মেয়ে। 
সেদিনও বৃষ্টি হচ্ছিল
আজও বৃষ্টি হচ্ছে তোমার যাওয়ার বেলায়।
বৃষ্টি তোমার প্রিয় ছিল, হয়তো তুমিও তার।



                                                                                                                        রোদ

prajjval awadhiya আচার্য্য কার্তিক @@vikashkum.01 @Rahul Bhaskare সৌরভ কোলে

5 Love

#ভালোবাসা #প্রেমিকা #কবিতা #চিঠি #poem
#ভালোবাসা #প্রেমিকা #কবিতা #চিঠি #poem  "এমনি করেও সাহস হলো 
   সাহস থেকেই প্রেম"❤
Trending Topic