Bipasa deb

Bipasa deb Lives in Agartala, Tripura, India

ছেড়ে দিয়েই জিতে যেতে চাই।

  • Latest
  • Popular
  • Repost
  • Video

মেঘের ভাঁজে গোধূলি ল্যাং মারে সন্ধ্যার মাস্তানকেও। বহুসংগমির প্রথমে মুখ, পরে দেহ.... পরে চাঁদের সাথে শোয়.. ফষ্টিনষ্টি চলে বহুক্ষণ.... সূর্য কড়া নাড়লে দুজনের হাঁপিয়ে ওঠা অপাপবিদ্ধ অবস্থান দ্বিধাহীন ভাব কি যেন দংশায়। দোষহীন জানলার কাঁচ স্টেশন পেরিয়ে ট্রেন ধরে চরিত্রহীনদের এইতো বিজয়। ©Bipasa deb

#Couple  মেঘের ভাঁজে গোধূলি ল্যাং মারে
সন্ধ্যার মাস্তানকেও।
বহুসংগমির প্রথমে মুখ, পরে দেহ.... 
পরে চাঁদের সাথে শোয়.. 
ফষ্টিনষ্টি চলে বহুক্ষণ.... 
সূর্য কড়া নাড়লে
দুজনের হাঁপিয়ে ওঠা
অপাপবিদ্ধ অবস্থান
দ্বিধাহীন ভাব
কি যেন দংশায়। 
দোষহীন জানলার কাঁচ  
স্টেশন পেরিয়ে ট্রেন ধরে
চরিত্রহীনদের এইতো বিজয়।

©Bipasa deb

#Couple

11 Love

#poetryunplugged

poetryunplugged #poetryunplugged

672 View

না আর ফিরে আসা সম্ভব নয়, আমার আবার অন্যের ব্যবহৃত জিনিস পছন্দ হয় না খুব একটা। ©BIPASA DEB

#Drops  না আর ফিরে আসা সম্ভব নয়, 
আমার আবার অন্যের ব্যবহৃত জিনিস পছন্দ হয় না খুব একটা।

©BIPASA DEB

#Drops

13 Love

আমি আর পাঁচটি মেয়ের মত বাবাকে পাপা বলি না, গলায় সোনা, রূপার চেইন ঝোলাই না। ছোট মাকড়শা কিংবা কুকুরে ও ভয় পাইনা। সবার সামনে বিশ্বের সবচেয়ে সুখী বলে পরিচয় করিয়ে দেই। হাসি রাখার জায়গা নেই আমার। কিন্তু, আমি ও কাঁদি ....... সবাই কে আমার হাসি দেখাতে দেখাতে যখন ক্লান্ত ঠিক তখনই আমি নিজের কাছে হেরে যাই নির্মমভাবে হেরে যাই তখন আমি কাঁদি। ❤✍বিপাশা দেব

#ShiningInDark  আমি আর পাঁচটি মেয়ের মত 
বাবাকে পাপা বলি না, 
গলায় সোনা, রূপার চেইন ঝোলাই না। 
ছোট মাকড়শা কিংবা কুকুরে ও ভয় পাইনা। 
সবার সামনে বিশ্বের সবচেয়ে সুখী বলে পরিচয় করিয়ে দেই। 
হাসি রাখার জায়গা নেই আমার। 
কিন্তু, 
আমি ও কাঁদি ....... 
সবাই কে আমার হাসি দেখাতে দেখাতে যখন ক্লান্ত
ঠিক তখনই আমি নিজের কাছে হেরে যাই
নির্মমভাবে হেরে  যাই
তখন আমি কাঁদি। ❤✍বিপাশা দেব
#rain

#rain

184 View

#sitarmusic  কেউ কথা রাখেনি। 
কবি- সুনীল গঙ্গোপাধ্যায়
কন্ঠে- বিপাশা দেব।

#sitarmusic

215 View

Trending Topic