Swapan Dewanji

Swapan Dewanji Lives in Durgapur, West Bengal, India

writer.

  • Latest
  • Popular
  • Repost
  • Video
#good_night  White  মান অভিমান।

আমি জানি তুমি ভীষন অভিমানী 
প্রেম নাকি সব শেষ হয়ে গিয়েছে,
আমি বলি নদী ওতো শুকিয়ে যায়
আবার বালি খুড়ে তার জীবন মিলেছে।

তেমনি তুমি ও এক নদীর মতন
বয়ে চলো আমার হৃদয় জুড়ে,
জানিনা কখন কি কূকথা বলেছি
যাতে তোমার হৃদয় গিয়েছে পুড়ে।

অভিমানে তুমি নিঃশব্দ হয়ে গিয়েছ
প্রখর গ্রীষ্মের মত শুকিয়ে আছো,
বর্ষা হয়ে তোমার নদী আবার ভাসাবো
দুকূল ছাপিয়ে তোমার অভিমান সরাব।

জীবনের বড় অলঙ্কার মান অভিমান
প্রকৃতির ঋতুর মতোই আগমন প্রস্থান,
আমরা সবাই মিলে সেই পথের পথিক
সারাজীবন খুঁজে যাই জীবনের সঠিক।

©Swapan Dewanji

#good_night মান অভিমান।

153 View

White মান অভিমান। আমি জানি তুমি ভীষন অভিমানী প্রেম নাকি সব শেষ হয়ে গিয়েছে, আমি বলি নদী ওতো শুকিয়ে যায় আবার বালি খুড়ে তার জীবন মিলেছে। তেমনি তুমি ও এক নদীর মতন বয়ে চলো আমার হৃদয় জুড়ে, জানিনা কখন কি কূকথা বলেছি যাতে তোমার হৃদয় গিয়েছে পুড়ে। অভিমানে তুমি নিঃশব্দ হয়ে গিয়েছ প্রখর গ্রীষ্মের মত শুকিয়ে আছো, বর্ষা হয়ে তোমার নদী আবার ভাসাবো দুকূল ছাপিয়ে তোমার অভিমান সরাব। জীবনের বড় অলঙ্কার মান অভিমান প্রকৃতির ঋতুর মতোই আগমন প্রস্থান, আমরা সবাই মিলে সেই পথের পথিক সারাজীবন খুঁজে যাই জীবনের সঠিক। ©Swapan Dewanji

#good_night  White মান অভিমান।

আমি জানি তুমি ভীষন অভিমানী 
প্রেম নাকি সব শেষ হয়ে গিয়েছে,
আমি বলি নদী ওতো শুকিয়ে যায়
আবার বালি খুড়ে তার জীবন মিলেছে।

তেমনি তুমি ও এক নদীর মতন
বয়ে চলো আমার হৃদয় জুড়ে,
জানিনা কখন কি কূকথা বলেছি
যাতে তোমার হৃদয় গিয়েছে পুড়ে।

অভিমানে তুমি নিঃশব্দ হয়ে গিয়েছ
প্রখর গ্রীষ্মের মত শুকিয়ে আছো,
বর্ষা হয়ে তোমার নদী আবার ভাসাবো
দুকূল ছাপিয়ে তোমার অভিমান সরাব।

জীবনের বড় অলঙ্কার মান অভিমান
প্রকৃতির ঋতুর মতোই আগমন প্রস্থান,
আমরা সবাই মিলে সেই পথের পথিক
সারাজীবন খুঁজে যাই জীবনের সঠিক।

©Swapan Dewanji

#good_night মান অভিমান।

17 Love

#hindi_diwas  White  পাগল মন।

ও মনরে তুই একি করলি
তারে আবার ডেকে আনলি,
এখন কোন মুখে যে মুখ দেখাই
তুই আমায় ঠকালি ?

হাজার ফুলে ভরতো ও
মোর মনের মন্দির,
ধীরে ধীরে মনযে আমার
হতো নিবীড়।

আমার সারাদিনের কাজ গেল
মন যে হলো পাগল,
তখন বাঁধলাম ওরে মোর মনে
বন্ধ হলো গণ্ডগোল।

তখন তুই কিন্তু বাঁধা দিলি
আর এগিয়ে যাস না,
গিটের বাঁধায় পড়বি রে তুই
আর ছাড়াতে পারবি না।

ভয়ে দিলাম ওরে দূর করে
তোর কথার পরে,
কিন্তু একি আমার হলো ওরে
আমি মূর্ছা গেলাম ঘরে।

জানিনা কখন ঞ্জান এলো
শীরে কার স্পর্শ পরে,
ধীরে ধীরে মেলতেই নয়ন
দেখি ও বসে শিয়রে।

©Swapan Dewanji

#hindi_diwas পাগল মন। পাগল মন।

99 View

White পাগল মন। ও মনরে তুই একি করলি তারে আবার ডেকে আনলি, এখন কোন মুখে যে মুখ দেখাই তুই আমায় ঠকালি ? হাজার ফুলে ভরতো ও মোর মনের মন্দির, ধীরে ধীরে মনযে আমার হতো নিবীড়। আমার সারাদিনের কাজ গেল মন যে হলো পাগল, তখন বাঁধলাম ওরে মোর মনে বন্ধ হলো গণ্ডগোল। তখন তুই কিন্তু বাঁধা দিলি আর এগিয়ে যাস না, গিটের বাঁধায় পড়বি রে তুই আর ছাড়াতে পারবি না। ভয়ে দিলাম ওরে দূর করে তোর কথার পরে, কিন্তু একি আমার হলো ওরে আমি মূর্ছা গেলাম ঘরে। জানিনা কখন ঞ্জান এলো শীরে কার স্পর্শ পরে, ধীরে ধীরে মেলতেই নয়ন দেখি ও বসে শিয়রে। ©Swapan Dewanji

#hindi_diwas  White পাগল মন।

ও মনরে তুই একি করলি
তারে আবার ডেকে আনলি,
এখন কোন মুখে যে মুখ দেখাই
তুই আমায় ঠকালি ?

হাজার ফুলে ভরতো ও
মোর মনের মন্দির,
ধীরে ধীরে মনযে আমার
হতো নিবীড়।

আমার সারাদিনের কাজ গেল
মন যে হলো পাগল,
তখন বাঁধলাম ওরে মোর মনে
বন্ধ হলো গণ্ডগোল।

তখন তুই কিন্তু বাঁধা দিলি
আর এগিয়ে যাস না,
গিটের বাঁধায় পড়বি রে তুই
আর ছাড়াতে পারবি না।

ভয়ে দিলাম ওরে দূর করে
তোর কথার পরে,
কিন্তু একি আমার হলো ওরে
আমি মূর্ছা গেলাম ঘরে।

জানিনা কখন ঞ্জান এলো
শীরে কার স্পর্শ পরে,
ধীরে ধীরে মেলতেই নয়ন
দেখি ও বসে শিয়রে।

©Swapan Dewanji

#hindi_diwas পাগল মন।

11 Love

#sad_quotes  White  শিক্ষ‍্যা বড় না রূপ ?

মা আর তুই আমাদের জন্য কত কাল করবি,
তোর ঘাড়ে বসে তোর কামাইয়ে খাচ্ছি,
তোর বয়সটা দিন দিন বাড়িয়ে দিয়ে
তোর আগুনের মত রুপ কমিয়ে দিচ্ছি।

রুপ যদি চলে যায় আর তো বিয়ে হবেনা 
তখন কিন্তু কেঁদেও তুই কূল পাবি না,
তার চেয়ে রুপ থাকতে থাকতে কাউকে ধরাদে
যার আছে প্রচুর অর্থ সে তোকে রাখবে সুখেতে।

তার মানে ব‍্যাপারটা হয় গেল সম্পূর্ণ রুপের
রুপ যতক্ষণ পুরুষ ততক্ষণ লুঠে নেয় সুখের,
ঐ নেশারপুরুষ গুলোতো সবসময় ছুটে চলেছে
নোটের পিছন,তারপর নোট নিয়ে রূপে ঢালছে।

ওই সব শিক্ষিতরা শিক্ষ‍্যার কোনো মূল্য দেয় না
শুধু ভদ্র মুখশের আড়ালে খোঁজে নগ্ন দেহখানা,
ওরাই প্রথম লোটে আমায় আমি যখন শিক্ষিকা
তখন প্রথম ঞ্জান শিক্ষ‍্যার চেয়ে রূপ সর্বাপেক্ষা।

আর সেই জন্যতো মা তোমার রুপবতী মেয়ের
অনেক টাকা কোনো অভাব নেই অর্থ আয়ের,
ও বুঝে গেছে এই মিস ওয়ার্ল্ডডের জগতটাকে
যেখানে অর্থে দিলে মেলে তোমার কল্পতরুকে।

তোমরা নিশ্চিত থাকো আমি তোমাদের দেখবো
এই গোটা দুনিয়ার সভ‍্য সমাজটাকে দেখাবো,
এমন রূপ শিক্ষ‍্যার জ্বালার পিদিম কার আছে
শুধু রূপের সৌন্দর্যে অভিনয় নিয়ে বেঁচে আছে।

©Swapan Dewanji

#sad_quotes শিক্ষা বড় না রূপ ?

135 View

White শিক্ষ‍্যা বড় না রূপ ? মা আর তুই আমাদের জন্য কত কাল করবি, তোর ঘাড়ে বসে তোর কামাইয়ে খাচ্ছি, তোর বয়সটা দিন দিন বাড়িয়ে দিয়ে তোর আগুনের মত রুপ কমিয়ে দিচ্ছি। রুপ যদি চলে যায় আর তো বিয়ে হবেনা তখন কিন্তু কেঁদেও তুই কূল পাবি না, তার চেয়ে রুপ থাকতে থাকতে কাউকে ধরাদে যার আছে প্রচুর অর্থ সে তোকে রাখবে সুখেতে। তার মানে ব‍্যাপারটা হয় গেল সম্পূর্ণ রুপের রুপ যতক্ষণ পুরুষ ততক্ষণ লুঠে নেয় সুখের, ঐ নেশারপুরুষ গুলোতো সবসময় ছুটে চলেছে নোটের পিছন,তারপর নোট নিয়ে রূপে ঢালছে। ওই সব শিক্ষিতরা শিক্ষ‍্যার কোনো মূল্য দেয় না শুধু ভদ্র মুখশের আড়ালে খোঁজে নগ্ন দেহখানা, ওরাই প্রথম লোটে আমায় আমি যখন শিক্ষিকা তখন প্রথম ঞ্জান শিক্ষ‍্যার চেয়ে রূপ সর্বাপেক্ষা। আর সেই জন্যতো মা তোমার রুপবতী মেয়ের অনেক টাকা কোনো অভাব নেই অর্থ আয়ের, ও বুঝে গেছে এই মিস ওয়ার্ল্ডডের জগতটাকে যেখানে অর্থে দিলে মেলে তোমার কল্পতরুকে। তোমরা নিশ্চিত থাকো আমি তোমাদের দেখবো এই গোটা দুনিয়ার সভ‍্য সমাজটাকে দেখাবো, এমন রূপ শিক্ষ‍্যার জ্বালার পিদিম কার আছে শুধু রূপের সৌন্দর্যে অভিনয় নিয়ে বেঁচে আছে। ©Swapan Dewanji

#sad_quotes  White শিক্ষ‍্যা বড় না রূপ ?

মা আর তুই আমাদের জন্য কত কাল করবি,
তোর ঘাড়ে বসে তোর কামাইয়ে খাচ্ছি,
তোর বয়সটা দিন দিন বাড়িয়ে দিয়ে
তোর আগুনের মত রুপ কমিয়ে দিচ্ছি।

রুপ যদি চলে যায় আর তো বিয়ে হবেনা 
তখন কিন্তু কেঁদেও তুই কূল পাবি না,
তার চেয়ে রুপ থাকতে থাকতে কাউকে ধরাদে
যার আছে প্রচুর অর্থ সে তোকে রাখবে সুখেতে।

তার মানে ব‍্যাপারটা হয় গেল সম্পূর্ণ রুপের
রুপ যতক্ষণ পুরুষ ততক্ষণ লুঠে নেয় সুখের,
ঐ নেশারপুরুষ গুলোতো সবসময় ছুটে চলেছে
নোটের পিছন,তারপর নোট নিয়ে রূপে ঢালছে।

ওই সব শিক্ষিতরা শিক্ষ‍্যার কোনো মূল্য দেয় না
শুধু ভদ্র মুখশের আড়ালে খোঁজে নগ্ন দেহখানা,
ওরাই প্রথম লোটে আমায় আমি যখন শিক্ষিকা
তখন প্রথম ঞ্জান শিক্ষ‍্যার চেয়ে রূপ সর্বাপেক্ষা।

আর সেই জন্যতো মা তোমার রুপবতী মেয়ের
অনেক টাকা কোনো অভাব নেই অর্থ আয়ের,
ও বুঝে গেছে এই মিস ওয়ার্ল্ডডের জগতটাকে
যেখানে অর্থে দিলে মেলে তোমার কল্পতরুকে।

তোমরা নিশ্চিত থাকো আমি তোমাদের দেখবো
এই গোটা দুনিয়ার সভ‍্য সমাজটাকে দেখাবো,
এমন রূপ শিক্ষ‍্যার জ্বালার পিদিম কার আছে
শুধু রূপের সৌন্দর্যে অভিনয় নিয়ে বেঁচে আছে।

©Swapan Dewanji

#sad_quotes শিক্ষা বড় না রূপ ?

14 Love

Trending Topic