Samaun Saikh

Samaun Saikh

Writer Poet

  • Latest
  • Popular
  • Repost
  • Video
#romanticstory  তুমি যদি আমার হতে জীবন হত অন্য,
তোমার পরশ পেয়ে ওগো হতেম আমি ধন্য।
তোমায় নিয়ে স্বপ্ন ছিল মনের গগন জুড়ে,
পরীর দেশে মন পাখি টা যেত উড়ে উড়ে।

কত ফাগুন এলো গেলো তুমি শুধু এলে না,
আকাশ ভরা তারার মাঝে তোমার দেখা মেলে না ।
কোটি তারার মাঝে তুমি ছিলে আমার চাঁদ,
তোমায় নিয়ে লক্ষ বছর ছিল বাঁচার সাধ।

তুমি আমার সোনা বন্ধু প্রেম ভরা গান,
তোমার প্রেমে প্রিয়তমা জুড়িয়ে যেত প্রাণ।
থাকলে ওগো তুমি সাথে যেতেম বহুদূরে,
জীবন তরী বেয়ে যেতেম ভূবন ঘুরে ঘুরে।

©Samaun Saikh
#Distant #Quotes  কেউ বিকায় লাখ টাকায়
কেউ বিকায় হাজারে,
কোটি কোটি মানুষ বিকায়
দূর্নীতিরই বাজারে।

©Samaun Saikh

#Distant

36 View

#Quotes  লোভি কুকুরের লালা ঝরে
জনগণের সম্পদের তরে,
শকুনের চক্ষু যেমন করে
রয় ভাগাড়ে পড়ে।

©Samaun Saikh

লোভি কুকুরের লালা ঝরে জনগণের সম্পদের তরে, শকুনের চক্ষু যেমন করে রয় ভাগাড়ে পড়ে। ©Samaun Saikh

108 View

#Quotes  ঘরে যুদ্ধ বাইরে যুদ্ধ
যুদ্ধ সর্বস্থানে
সব চেয়ে বড় যুদ্ধ
নিজের আত্মার সনে।

©Samaun Saikh

ঘরে যুদ্ধ বাইরে যুদ্ধ যুদ্ধ সর্বস্থানে সব চেয়ে বড় যুদ্ধ নিজের আত্মার সনে। ©Samaun Saikh

27 View

#Quotes  দুর্নীতির কালো ধোঁয়া গ্রাস করে শহর
সাধারণের হাহাকার বড়ই নিঃশব্দ।

©Samaun Saikh

দুর্নীতির কালো ধোঁয়া গ্রাস করে শহর সাধারণের হাহাকার বড়ই নিঃশব্দ। ©Samaun Saikh

106 View

সর্ষের মধ্যেই ভূত যদি থাকে কোন ওঝা বল তাড়াতে পারে তাকে ? ©Samaun Saikh

#विचार #Ray  সর্ষের মধ্যেই ভূত যদি থাকে
 কোন ওঝা বল তাড়াতে পারে তাকে ?

©Samaun Saikh

#Ray

8 Love

Trending Topic