Amit Kundu

Amit Kundu Lives in Kotulpur, West Bengal, India

  • Latest
  • Popular
  • Video

White বিচার চাওয়ার নেই অধিকার চোখ রাঙায় শয়তান। মেরুদন্ড নেই আমাদের ; তবুও খুঁজি সম্মান ... ভাঙা গিটারে জ্বলেনা আগুন ; চোখেতে আসেনা রক্তজল শত অন্যায় দেখে চুপ করে থাকি হৃদয়ে জ্বলে না দাবানল! আমি তো এমন চাইনা সকাল যেখানে সত্যের জয় হয় না হিংস্রতার থাবার আড়ালে মানুষ বিচার পায় না ।। তোমার আমার রক্তে আগুন ... তবু প্রতিবাদে হাজার ক্লান্তি! নিজের পিঠ বাঁচাতে হয় নাকো ভুল ভ্রান্তি। সত্যের চোখে কালো ফিতে বাঁধা শয়তান ধরেছে তলোয়ার। রাজার কাছে চাইলে বিচার রাজাও চাইছে সুবিচার ... লাশ হয়ে পড়ে থাকে ডাক্তার হারিয়ে সতীত্ব। এভাবেই চললে কি বল থাকবে আমাদের অস্তিত্ব! মানুষ হয়ে লাভ কি বেঁচে গিরগিটি হয়ে যাও... অত্যাচারীর হাত থেকে যদি তুমি একাই রক্ষা পাও? ©Amit Kundu

#happy_independence_day  White বিচার চাওয়ার নেই অধিকার 
চোখ রাঙায় শয়তান।
 মেরুদন্ড নেই আমাদের ;
 তবুও খুঁজি সম্মান ...
ভাঙা গিটারে জ্বলেনা আগুন ; 
চোখেতে আসেনা রক্তজল
শত অন্যায় দেখে চুপ করে থাকি
হৃদয়ে জ্বলে না দাবানল!
আমি তো এমন চাইনা সকাল  
যেখানে সত্যের জয় হয় না 
হিংস্রতার থাবার আড়ালে  
মানুষ বিচার পায় না ।।
তোমার আমার রক্তে আগুন ...
তবু প্রতিবাদে হাজার ক্লান্তি!
নিজের পিঠ বাঁচাতে 
হয় নাকো ভুল  ভ্রান্তি।
সত্যের চোখে কালো ফিতে বাঁধা                
শয়তান ধরেছে তলোয়ার।
 রাজার কাছে চাইলে বিচার
রাজাও চাইছে সুবিচার ...
লাশ হয়ে পড়ে থাকে ডাক্তার 
হারিয়ে সতীত্ব।
এভাবেই চললে কি বল 
থাকবে আমাদের অস্তিত্ব!
মানুষ হয়ে লাভ কি বেঁচে 
গিরগিটি হয়ে যাও...
অত্যাচারীর হাত থেকে যদি 
তুমি একাই রক্ষা পাও?

©Amit Kundu

White ঘন্টা খানেক পরে কি জানি? থাকবো কি না আর! আজ আছি কাল হারিয়ে যাবো এটাই তো সংসার? শেষ সময়ে কেউ যাবে না একাই যাবো আমি... হয়তো সেদিন ভাববে তুমি আমি ছিলাম অনেক দামি! জীবন পথের বাঁকে বাঁকে কতো মানুষ হারায়... সঙ্গে কিছুই যাবেনা তবু চলছে কত লড়াই! কে এখানে আপন বলো কে এখানে পর? কিসের লাগি করছি লড়াই সবই তো ঈশ্বর। ✍️ অমিত কুন্ডু ©Amit Kundu

#nightthoughts  White ঘন্টা খানেক পরে কি জানি?
থাকবো কি না আর!
আজ আছি কাল হারিয়ে যাবো
এটাই তো সংসার?

শেষ সময়ে কেউ যাবে না
একাই যাবো আমি...
হয়তো সেদিন ভাববে তুমি
আমি ছিলাম অনেক দামি!

জীবন পথের বাঁকে বাঁকে
কতো মানুষ হারায়...
সঙ্গে কিছুই যাবেনা তবু 
চলছে কত লড়াই!

কে এখানে আপন বলো
কে এখানে পর?
কিসের লাগি করছি লড়াই 
সবই তো ঈশ্বর।

✍️ অমিত কুন্ডু

©Amit Kundu
#UskeHaath #SAD  কাঁদছি আমি, কাঁদছো তুমি
মনগড়া অভিমানে...
ভালোবাসি প্রাণের চেয়েও
ঈশ্বর শুধু জানে।

চোখের জল কি মিথ্যা তবে
হৃদয়ের অঙ্ক শূন্য,
নিঃস্ব আমি,প্রেম ভিক্ষা করি
তুমি হও পরিপূর্ণ...

এক সমুদ্র ভালোবাসা দিয়েও
আমি, মরুভূমির বলি কোনা...
আমি না হয় মরীচিকা হই
তুমি হও প্রিও সোনা।

না হয় আমি হারিয়ে যাবো
তুমি ভালো থেকো!
গভীর আঘাত পাও যদি আরও ... 
আমায় আবার ডেকো!

✍️ অমিত কুন্ডু

©Amit Kundu

#UskeHaath

90 View

ভালোবাসা ও যত্ন দিয়ে সাজানো সংসার, স্বার্থ মিটিয়ে তুমি করেলে ছাড়খার। শকুনি তুমি পাশার চালে চাইলে সর্বনাশ। জতুগৃহ বানিয়ে করলে পরিহাস! যতই তুমি অধর্ম খোঁজো ধর্মের হবে জয়... শ্রীকৃষ্ণ যার সাথে আছে হয় কি তার পরাজয়? তাইতো বলি অধর্ম ছেড়ে ধর্মের পথে এসো, হিংসা লোভ ভুলে তুমি মানুষকে ভালোবাসো - চম্পা কুন্ডু ©Amit Kundu

#Apocalypse  ভালোবাসা ও যত্ন দিয়ে
সাজানো সংসার,
স্বার্থ মিটিয়ে তুমি
করেলে ছাড়খার।

শকুনি তুমি পাশার চালে
চাইলে সর্বনাশ।
জতুগৃহ বানিয়ে
করলে পরিহাস!

যতই তুমি অধর্ম খোঁজো
ধর্মের হবে জয়...
শ্রীকৃষ্ণ যার সাথে আছে
হয় কি তার পরাজয়?

তাইতো বলি অধর্ম ছেড়ে
ধর্মের পথে এসো,
হিংসা লোভ ভুলে তুমি
মানুষকে ভালোবাসো

- চম্পা কুন্ডু

©Amit Kundu

#Apocalypse

8 Love

#hugday  তুমি আমার নরম বালিশ 
ভীষণ ঘুমের ঘোর।
তুমিই আমার চোখের পাতার 
স্বপ্ন দেখা ভোর।

তুমি আমার বুকের মাঝে 
ছন্দে ভরা প্রেম,
তুমিই  আমার আয়না দেখা 
মন ছবিটার ফ্রেম। 

তুমি আমার হৃদয় পাতা
ছন্দে ওঠা ঝড়! 
তুমিই আমার প্রাণের বন্ধু
আমার ঈশ্বর।

✍ অমিত কুন্ডু।

©Amit Kundu

#hugday

144 View

আজকে দেখি যে যার মত প্রেমের ছড়াছড়ি। একশো টাকার গোলাপ ফুল আর নানান রকম শাড়ি। সব প্রেমিকই ভীষণ খুশি নেই প্রেমিকার আড়ি। আজকে যে এক ভীষণ দিন ১৪ ই ফেব্রুয়ারি। তবুও কেন কান্না আসে ভারত মা এর চোখে? হয়তো তোমরা ভুলেই গেছো কত দুঃখ মায়ের বুকে! বুকের রক্ত দিয়ে যারা রুখছে হাজার সন্ত্রাস! তাদের জন্য নেই কি তবে একটু অবকাশ? কেউ বলছো রাজনীতির খেলা কেউ বলছি সন্ত্রাস! দেশের ছেলে হারিয়ে গেলো বন্ধ হল শ্বাস প্রশ্বাস। রক্ত আর মাংস শুধু সাথে বারুদের গন্ধ। প্রেমের দিনের অভিশাপ এতো হারায়নি কি ছন্দ? ভারত মা এর চোখের জল যাবে কি তবে বৃথা! আমরা কি ভুলে যাবো সন্ত্রাসের হিংস্রতা? অমিত কুন্ডু ©Amit Kundu

#lightning  আজকে দেখি যে যার মত
প্রেমের ছড়াছড়ি।
একশো টাকার গোলাপ ফুল  আর
নানান রকম শাড়ি।

সব প্রেমিকই ভীষণ খুশি
নেই প্রেমিকার আড়ি।
আজকে যে এক ভীষণ দিন
১৪ ই ফেব্রুয়ারি।

তবুও কেন কান্না আসে
ভারত মা এর চোখে?
হয়তো তোমরা ভুলেই গেছো
কত দুঃখ মায়ের বুকে!

বুকের রক্ত দিয়ে যারা
রুখছে হাজার সন্ত্রাস!
তাদের জন্য নেই কি তবে
একটু অবকাশ?

কেউ বলছো রাজনীতির খেলা
কেউ বলছি সন্ত্রাস!
দেশের ছেলে হারিয়ে গেলো 
বন্ধ হল শ্বাস প্রশ্বাস।

রক্ত আর মাংস শুধু
সাথে বারুদের গন্ধ।
প্রেমের দিনের অভিশাপ এতো
হারায়নি কি ছন্দ?

ভারত মা এর চোখের জল
যাবে কি তবে বৃথা!
আমরা কি ভুলে যাবো 
সন্ত্রাসের হিংস্রতা?

অমিত কুন্ডু

©Amit Kundu

#lightning

16 Love

Trending Topic