Baisakhi Sen Das

Baisakhi Sen Das Lives in Hailakandi, Assam, India

kobita bolte vlobasi..... follow me on nojoto...send me bengali poems.... I will recite it

  • Latest
  • Popular
  • Video

আমি অভিমান করেছি। তাতে কার কি এসে গেলো! তাতে... কার কি এসে গেলো বলতো? তোমরা তো সব লোকদেখানো! সোশ্যাল মিডয়ায় লাইক করে বুকবাজাও, মনের ভিতর কি আছে? কখনো ভাবো? খবর নাও? তোমরা যখন আমায় বলো সুন্দর, কমেন্টবক্সে স্টিকার চিটিয়ে প্রেম দেখাও! আমি তখন একলা ঘরে কাঁদি জানো, মন কেমনের দিব্যি নাও। তোমরা যখন মদের নেশায় দিন কাটাও, আমি তখন অপেক্ষায়, ফোনের চ্যাটে শব্দ খুঁজে হারাই, সেটাও। আমি একটু অভিমানী, তাতে তোমার নিরুদ্দেশের জামিন পাওয়া গ্লানি, আমি একটু এরম ভাবেই তুমি খুঁজে ইতি টানি, নোনা জলে বালিশ ভেজাই, তবুও কি আর তোমার হাতের ছোঁয়ায় বিপদ আনি? ✍️শৌভিক

#ShiningInDark  আমি অভিমান করেছি।
তাতে কার কি এসে গেলো!
     তাতে... কার কি এসে গেলো বলতো?
তোমরা তো সব লোকদেখানো!
সোশ্যাল মিডয়ায় লাইক করে বুকবাজাও,
মনের ভিতর কি আছে? কখনো ভাবো? খবর নাও?
তোমরা যখন আমায় বলো সুন্দর,
কমেন্টবক্সে স্টিকার চিটিয়ে প্রেম দেখাও!
আমি তখন একলা ঘরে কাঁদি জানো, মন কেমনের দিব্যি নাও।
তোমরা যখন মদের নেশায় দিন কাটাও,
আমি তখন অপেক্ষায়, ফোনের চ্যাটে শব্দ খুঁজে হারাই, সেটাও।

আমি একটু অভিমানী,
তাতে তোমার নিরুদ্দেশের জামিন পাওয়া গ্লানি,
আমি একটু এরম ভাবেই তুমি খুঁজে ইতি টানি,
নোনা জলে বালিশ ভেজাই, তবুও কি আর তোমার হাতের ছোঁয়ায় বিপদ আনি?


 ✍️শৌভিক

বাসে সফর করার সময় অনেক সহযাত্রীরাই আপনার সাথে কিছু পথ একসাথে চলার পর যে যার গন্তব্যে নেমে পরে। এতে কি আপনার চলা থেমে যায়? নাহ, আপনি চলতেই থাকেন আপনার গন্তব্যের উদ্দেশ্যে। কিছু সহযাত্রী যেমন নেমে পরে ঠিক তেমনি কিছু নতুন সহযাত্রী ও এসে পুরোনোদের শূন্যস্থান টা দখল করে নেয়। সেই সহযাত্রীদের কয়েকজনের সাথে হয়তো আপনার বেশ আলাপচারিতা ও জমে ওঠে কখনো। কিন্তু ওরা নেমে পরার পর কি আপনার সফর থেমে যায়?আপনি অশান্ত হয়ে যান?নিশ্চয়‌ই না, কারণ আপনি যানেন, ওরা নেমে যাওয়ার জন্যই সফরে আপনার সহযাত্রী হয়ে এসেছে। কেউ অল্প দূর অবধি যায় আবার কেউ নিকটেই নেমে পরে‌।আপনি এই সত্যিটা জানেন বলেই আপনি এই পুরো বিষয়টাকে আবেগ দিয়ে মেপে দেখেননা, তাই আপনার কষ্ট ও পেতে হয়না। জীবন এর সফর টিও তদ্রূপ। সবাই চলে যাওয়ার জন্যই সহযাত্রী হয়। কেউ অনেকটা পথ যায়, কেউ আগেই ছেড়ে যায়। তাই জীবনের এই সত্যিটিকে মেনে নিয়ে আবেগপ্রবণ না হয় শুধু চলতে থাকুন। সুখী থাকবেন। সহযাত্রী হয়ে চলুন কিন্তু নিজেকে জড়িয়ে নয়,নিজেকে ভাসিয়ে! @বৈশাখী

#Night  বাসে সফর করার সময় অনেক সহযাত্রীরাই আপনার সাথে কিছু পথ একসাথে চলার পর যে যার গন্তব্যে নেমে পরে। এতে কি আপনার চলা থেমে যায়? 
   নাহ, আপনি চলতেই থাকেন আপনার গন্তব্যের উদ্দেশ্যে। কিছু সহযাত্রী যেমন নেমে পরে ঠিক তেমনি কিছু নতুন সহযাত্রী ও এসে পুরোনোদের শূন্যস্থান টা দখল করে নেয়। সেই সহযাত্রীদের কয়েকজনের সাথে হয়তো আপনার বেশ আলাপচারিতা ও জমে ওঠে কখনো। কিন্তু ওরা নেমে পরার পর কি আপনার সফর থেমে যায়?আপনি অশান্ত হয়ে যান?নিশ্চয়‌ই না, কারণ আপনি যানেন, ওরা নেমে যাওয়ার জন্যই সফরে আপনার সহযাত্রী হয়ে এসেছে। কেউ অল্প দূর অবধি যায় আবার কেউ নিকটেই নেমে পরে‌।আপনি এই সত্যিটা জানেন বলেই আপনি এই পুরো বিষয়টাকে আবেগ দিয়ে মেপে দেখেননা, তাই আপনার কষ্ট ও পেতে হয়না। 
       জীবন এর সফর টিও তদ্রূপ। সবাই চলে যাওয়ার জন্যই সহযাত্রী হয়। কেউ অনেকটা পথ যায়, কেউ আগেই ছেড়ে যায়। তাই জীবনের এই সত্যিটিকে মেনে নিয়ে আবেগপ্রবণ না হয় শুধু চলতে থাকুন। সুখী থাকবেন। 
                        সহযাত্রী হয়ে চলুন কিন্তু নিজেকে জড়িয়ে নয়,নিজেকে ভাসিয়ে! 

@বৈশাখী

#Night

13 Love

শিল্পীর শিল্প ছুঁয়ে যায় সকলের মন, কিন্তু শিল্পীর কষ্টের দাম সেই শূন্য। শিল্পীর শিল্প নিয়ে আসে হাজার করতালি, প্রশংসার ঝুড়ি, কিন্তু দিন শেষে শিল্পীর সময়ের দাম আবারো সেই শূন্য। শিল্পীরা সবাই তো আর বড়লোক হয়না, শিল্পীর ও যে পেটের দায় আছে তা কি করতে পারো মানা! জন্ম সূত্রে স্যালিব্রিটি তো হাতে গোনা কয়েকজন, পেছনের দরজাটাও তো সব শিল্পীদের থাকেনা জানা। বিনে পয়সার দুনিয়া তো না ভায়া এটা, না তো এক টাকার রয়েছে আজ জগত! শিল্পীর শিল্পের যদি না পারো দিতে সঠিক সাম্মানিক, তাহলে শিল্প বেঁচে বন্ধ করো ব্যবসার সহজ পথ। শিল্পীরা সবাই ভেবে দেখুন, শিল্প রপ্ত করতে ফেলতে হয়েছে কতো মাথার ঘাম, তবে কেনো বিনা সাম্মানিকে বিলিয়ে চলো মহামূল্য শিল্প! অপেক্ষা করো , ধৈর্য্য ধরো, একদিন সত্যিই পাবে তোমার সঠিক দাম। @বৈশাখী

#steps  শিল্পীর শিল্প ছুঁয়ে যায় সকলের মন,
কিন্তু শিল্পীর কষ্টের দাম সেই শূন্য।
শিল্পীর শিল্প নিয়ে আসে হাজার করতালি, প্রশংসার ঝুড়ি,
কিন্তু দিন শেষে শিল্পীর সময়ের দাম আবারো সেই শূন্য।

শিল্পীরা সবাই তো আর বড়লোক হয়না,
শিল্পীর ও যে পেটের দায় আছে তা কি করতে পারো মানা!
জন্ম সূত্রে স্যালিব্রিটি তো হাতে গোনা কয়েকজন,
পেছনের দরজাটাও তো সব শিল্পীদের থাকেনা জানা।


বিনে পয়সার দুনিয়া তো না ভায়া এটা,
  না তো এক টাকার রয়েছে আজ জগত!
শিল্পীর শিল্পের যদি না পারো দিতে সঠিক সাম্মানিক,
তাহলে শিল্প বেঁচে বন্ধ করো ব্যবসার সহজ পথ।

শিল্পীরা সবাই ভেবে দেখুন,
শিল্প রপ্ত করতে ফেলতে হয়েছে কতো মাথার ঘাম,
তবে কেনো বিনা সাম্মানিকে বিলিয়ে চলো মহামূল্য শিল্প!
অপেক্ষা করো , ধৈর্য্য ধরো, একদিন সত্যিই পাবে তোমার সঠিক দাম।

   
  @বৈশাখী

#steps

9 Love

কৃত্রিম জগতের সাংঘাতিক মুখরোচক মানুষগুলোই বাস্তবে এক একটা আস্ত বিষফল! তাদের বিষক্রিয়া টা আপনি তখন উপলব্ধি করতে পারবেন যখন আপনি আকন্ঠ বিষে নিমজ্জিত এবং আপনার এই বিষ পান ব্যতীত আর অন্য উপায় ও নাই। তাই সময় থাকতে এই ধরণের বিষাক্ত মানুষদের চিনে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন! @বৈশাখী

#lookingforhope  কৃত্রিম জগতের সাংঘাতিক মুখরোচক মানুষগুলোই বাস্তবে এক একটা আস্ত বিষফল! তাদের বিষক্রিয়া টা আপনি তখন উপলব্ধি করতে পারবেন যখন আপনি আকন্ঠ বিষে নিমজ্জিত এবং আপনার এই বিষ পান ব্যতীত আর অন্য উপায় ও নাই। 
তাই সময় থাকতে এই ধরণের বিষাক্ত মানুষদের চিনে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন! 



@বৈশাখী

সবাই পাখি হতে পারে না.. ! সবাই ডানা ঝাপটে পাখি হয়ে উড়তে পারে না....! কারণ ওরা সংসারী....... -বৈশাখী

#dearzindgi  সবাই পাখি হতে পারে না..  !
সবাই ডানা ঝাপটে পাখি হয়ে উড়তে পারে না....! 
কারণ ওরা সংসারী....... 










-বৈশাখী

#dearzindgi

14 Love

পূবের হাওয়া ডাকছে আমায়, অভিমানী মেঘ গায়ে মেখে, শান্ত, স্থবির মন দরিয়ায়, কালবৈশাখীর আভাস দেখে! গুমোট করা মনের আকাশ, নোনাধরা দামাল বাতাস, চিবুক ছুঁয়ে উষ্ণ শ্বাস, মনকেমনের দিচ্ছে আভাস! স্মৃতির জাহাজ নোঙর ফেলে, হতাশার ওই সাগর পাড়ে; শেষ বিকেলের বিদায়ী রোদের, রক্তিম আভায় ক্লান্তি বাড়ে। -বৈশাখী

#alone  পূবের হাওয়া ডাকছে আমায়, অভিমানী মেঘ গায়ে মেখে, 
শান্ত, স্থবির মন দরিয়ায়, কালবৈশাখীর আভাস দেখে! 
গুমোট করা মনের আকাশ, নোনাধরা দামাল বাতাস, 
চিবুক ছুঁয়ে উষ্ণ শ্বাস, মনকেমনের দিচ্ছে আভাস! 
স্মৃতির জাহাজ নোঙর ফেলে, হতাশার ওই সাগর পাড়ে;
শেষ বিকেলের বিদায়ী রোদের, রক্তিম আভায় ক্লান্তি বাড়ে। 









-বৈশাখী

#alone

13 Love

Trending Topic