tags

New hattimatim tim poem lyrics in bengali Status, Photo, Video

Find the latest Status about hattimatim tim poem lyrics in bengali from top creators only on Nojoto App. Also find trending photos & videos about hattimatim tim poem lyrics in bengali.

  • Latest
  • Popular
  • Video

ফিরে আসি আমি বার বার ফিরে যাই তোমার অল্প ডাকেই । রেলগাড়ি থামে বেনামী স্টেশনে এক টুকরো তোমার ছবি এঁকে । নোনা জলে ভেসে, তোমাকে ভালোবেসে কত শীত যে রোদ হয়ে যায় । তোমার কাছে এসে, লুকিয়ে ফেলি হেসে ভাঙ্গা ঘরে কে তোমাকে সাজায় । আরও আরও দাও তুমি কল্পনা নিভে যাক জটিল শব্দরা । আমাকে জোর করে হাতে বেঁধে নাও তুমি গল্পে হারানো শুকতারা । চারিদিকে ভাসে কালো মুখ কেউ শুনছে না খাস খবর । পঞ্জিকা ঘেঁটে তোমার সাথে যাবো ভিক্টোরিয়া কিংবা কবর । আরও আরও দাও তুমি কল্পনা নিভে যাক জটিল শব্দরা । আমাকে জোর করে হাতে বেঁধে নাও তুমি গল্পে হারানো শুকতারা । ফিরে গিয়েও হেরে আসি যতবার তোমায় বাসি ভালো । তোমার ছবি অন্য স্টেশন দেখার আশায় দিন গুনি আজও । ©Satanik Sil

#Bengali #Bangla #lyrics #return #Song   ফিরে আসি আমি বার বার
ফিরে যাই তোমার অল্প ডাকেই ।
রেলগাড়ি থামে বেনামী স্টেশনে
এক টুকরো তোমার ছবি এঁকে ।

নোনা জলে ভেসে, তোমাকে ভালোবেসে 
কত শীত যে রোদ হয়ে যায় ।
তোমার কাছে এসে, লুকিয়ে ফেলি হেসে
ভাঙ্গা ঘরে কে তোমাকে সাজায় ।

আরও আরও দাও তুমি কল্পনা 
নিভে যাক জটিল শব্দরা ।
আমাকে জোর করে হাতে বেঁধে নাও
তুমি গল্পে হারানো শুকতারা ।

চারিদিকে ভাসে কালো  মুখ 
কেউ শুনছে না খাস খবর ।
পঞ্জিকা ঘেঁটে তোমার সাথে যাবো 
ভিক্টোরিয়া কিংবা কবর ।

আরও আরও দাও তুমি কল্পনা 
নিভে যাক জটিল শব্দরা ।
আমাকে জোর করে হাতে বেঁধে নাও
তুমি গল্পে হারানো শুকতারা ।

ফিরে গিয়েও হেরে আসি যতবার তোমায় 
বাসি ভালো ।
তোমার ছবি অন্য স্টেশন দেখার আশায়
দিন গুনি আজও ।

©Satanik Sil

ফিরে আসি আমি বার বার #alone #return #Nojoto #Bengali #Bangla #Song #lyrics

11 Love

দূরত্ব...... দূরত্ব বেড়ে যাবে আরও । ডাকবে তোকে রাত গভীর বারো । গিটারে গান , চায়ে চুমুক সমান করে দেবে গায়ে মাখা ভোরের আলো । দূরত্ব ...... ও দূরত্ব...... ২ কোন উপমহা দেশের কোলে ঘুমিয়ে থাকে এক বেদুইন ? কত দূরে তার মাটির অজুহাত বলতে পারে চশমা প্রবীণ । আ...... আমি পাহাড় হলে তুমি নদীতে ভেসে যাওয়া কত খেলনা বাটি । ঢেউয়ে আসা তুমি নরম বালি আর আমার ছোঁয়ায় কাঁদে কঠিন মাটি । দেখেছি আকাশ পানে , কেউ ধুলোর তুলি টানে । গিটারে গান, চায়ে চুমুক সমান করে দেবে হাওয়ায় ভাসা ভোরের গানে । দূরত্ব..... ও দূরত্ব.... ৩ একটা ধোঁয়ার টান, চাউমিন, পকোড়া গঙ্গা, গরম চা , সানসেট । দেখেছি কত আতশ বাজির খেলা রাতে জড়িয়ে সাদা ব্ল্যাঙ্কেট । ওহ....... একলা লাগে, তাই একলা হাত বাড়াই নিস্তেজ আমার অনুভূতি । ভোলে আম্ফান চুম্বন শ্রাবণের গলায় জড়িয়ে দামী পুঁথি । যত বেনামী আর কমদামী কথা আজকে অকারণ আমি তোমার অপেক্ষায় নতুন তুমি পাওয়ার কারণ ©Satanik Sil

#distance #boatclub #Bengali #Bangla #lyrics  দূরত্ব......
দূরত্ব বেড়ে যাবে আরও ।
ডাকবে তোকে রাত গভীর বারো ।
গিটারে গান , চায়ে চুমুক সমান 
করে দেবে গায়ে মাখা ভোরের আলো ।
দূরত্ব ...... ও দূরত্ব......
২
কোন উপমহা দেশের কোলে
ঘুমিয়ে থাকে এক বেদুইন ?
কত দূরে তার মাটির অজুহাত 
বলতে পারে চশমা প্রবীণ ।
আ......
আমি পাহাড় হলে তুমি নদীতে 
ভেসে যাওয়া কত খেলনা বাটি ।
ঢেউয়ে আসা তুমি নরম বালি আর
আমার ছোঁয়ায় কাঁদে কঠিন মাটি ।
দেখেছি আকাশ পানে , 
কেউ ধুলোর তুলি টানে ।
গিটারে গান, চায়ে চুমুক সমান
করে দেবে হাওয়ায় ভাসা ভোরের গানে ।
দূরত্ব..... ও দূরত্ব....
৩
একটা ধোঁয়ার টান, চাউমিন, পকোড়া 
গঙ্গা, গরম চা , সানসেট ।
দেখেছি কত আতশ বাজির খেলা
রাতে জড়িয়ে সাদা ব্ল্যাঙ্কেট ।
ওহ.......
একলা লাগে, তাই একলা হাত বাড়াই 
নিস্তেজ আমার অনুভূতি ।
ভোলে আম্ফান চুম্বন শ্রাবণের 
গলায় জড়িয়ে দামী পুঁথি ।

যত বেনামী আর কমদামী কথা আজকে অকারণ
আমি তোমার অপেক্ষায় নতুন তুমি পাওয়ার কারণ

©Satanik Sil

দুরত্ব | distance #Bengal #Bengali #Bangla #Song #lyrics #love #distance #life #nojoto #boatclub

16 Love

১ আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা । সরল মানুষ হাটে মাথায় বোঝা । রোজ রোজ কত শত , প্রেম ব্যাথা আর ক্ষত । লাল নীল জল গিলে , সব কথা ভুলে যায় । আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা । সরল মানুষ হাটে মাথায় বোঝা । ২ আমি পুলিশ হলে তোমার মাথায় বাড়ি । ল্যাম্পপোস্ট হলে তুমি রাতের শাড়ি । আমি সেফটি হলে তুমি ছুঁচালো পিন । তোমার আমার স্বপ্ন লেখে গ্রীন স্ক্রিন । ও...... ও...... ও...... তুমি ব্যস্ত ঘরে রাতে করছো মিটিং , টেবিলে খুলে এনগেজমেন্ট রিং । আমি টেডি বিয়ার কিনে বাড়ি ফিরি । এক ঘেয়েমি লাগে এই মার্বেল সিঁড়ি । রোজ রোজ কত শত প্রেম ব্যাথা আর ক্ষত এক ছোঁয়া বিছানায় সব কথা ভুলিয়ে দেয় । ৩ আমার পকেট মোটা, তুমি গিরগিটি । তোমার চোখের তলায় ব্ল্যাক কফি । ধুলোর শরীর চায় এক মুঠো ভাত । চার পায়ে খিদে মেটাও করে আঘাত । ও...... ও...... ও...... আমি বেকার ছেলেটার এক কাপ চা । গোল্ড ফ্লেক, পরিবার, নেকু প্রেমিকা । তোমার শরীর গেলে গোটা ইনস্টাগ্রাম । স্বাধীন ভারত রোজ ঠকে সেলাম । রোজ রোজ কত শত তুমি আমি হচ্ছি গত একটা চুমু খেতে খেতে সব কথা ভুলে যায় । আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা । সরল মানুষ হাটে মাথায় বোঝা । ©Satanik Sil

#nojotobangla #banglakobita #Bengali_poem #lonelynight #Bengali  ১
আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা ।
সরল মানুষ হাটে মাথায় বোঝা ।
রোজ রোজ কত শত ,
প্রেম ব্যাথা আর ক্ষত ।
লাল নীল জল গিলে , 
সব কথা ভুলে যায় ।
আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা ।
সরল মানুষ হাটে মাথায় বোঝা ।

২
আমি পুলিশ হলে তোমার মাথায় বাড়ি ।
ল্যাম্পপোস্ট হলে তুমি রাতের শাড়ি ।
আমি সেফটি হলে তুমি ছুঁচালো পিন ।
তোমার আমার স্বপ্ন লেখে গ্রীন স্ক্রিন ।
ও...... ও...... ও......
তুমি ব্যস্ত ঘরে রাতে করছো মিটিং ,
টেবিলে খুলে এনগেজমেন্ট রিং ।
আমি টেডি বিয়ার কিনে বাড়ি ফিরি ।
এক ঘেয়েমি লাগে এই মার্বেল সিঁড়ি ।
রোজ রোজ কত শত
প্রেম ব্যাথা আর ক্ষত
এক ছোঁয়া বিছানায় 
সব কথা ভুলিয়ে দেয় ।

৩
আমার পকেট মোটা, তুমি গিরগিটি ।
তোমার চোখের তলায় ব্ল্যাক কফি ।
ধুলোর শরীর চায় এক মুঠো ভাত ।
চার পায়ে খিদে মেটাও করে আঘাত ।
ও...... ও...... ও......
আমি বেকার ছেলেটার এক কাপ চা ।
গোল্ড ফ্লেক, পরিবার, নেকু প্রেমিকা ।
তোমার শরীর গেলে গোটা ইনস্টাগ্রাম ।
স্বাধীন ভারত রোজ ঠকে সেলাম ।
রোজ রোজ কত শত
তুমি আমি হচ্ছি গত
একটা চুমু খেতে খেতে
সব কথা ভুলে যায় ।
আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা ।
সরল মানুষ হাটে মাথায় বোঝা ।

©Satanik Sil

আমি কাত হয়ে দেখি #Bengali #Bangla #Song #Bengali_poem #banglakobita #nojotobangla #nojoto #lyrics #lonelynight

16 Love

১ যে কুরে খায় , আর পুড়ে যায় আমি তাকে ডাকি প্রতি রাতে আমার ছাদে । যার অভিনয় দেখে লাগে ভয় সে কাজলা চোখ আর মুখোশ ঘষে আমার কাঁধে । মুখে মেরে সেলোটেপ । কসেছি হ্যান্ড ব্রেক । ভেঙে ফেলেছি বাজানো স্মৃতির টেপ । (২) ২ যা পাবো না, তাকে ছোবোনা শুধু অল্প উষ্ণ গরম ঘরে দেখবো ফাঁকে । তার শব্দকোষ ভরে রাখে দোষ । আমার বিশৃঙ্খলা জামার বোতাম খুঁজছে তাকে । মুখে মেরে সেলোটেপ । কসেছি হ্যান্ড ব্রেক । ভেঙে ফেলেছি বাজানো স্মৃতির টেপ । (২) ৩ লাল বাতির গাড়ি, তোমায় পেতে পাড়ি দিয়েছে বৃষ্টির জলে । শব্দ শূন্যতায় ঘুমাচ্ছিলে তুমি শরীর ছেড়ে নির্জনে । ডেকেছি অনেক বার, হয়তো এক বার ছুঁয়েছি জমা হাত তোমার । সে দিন পালিয়েছি ,যেদিকে হিসেব নেই প্রতি চুম্বনে ক্ষমার । ও........... মুখে মেরে সেলোটেপ । কসেছি হ্যান্ড ব্রেক । ভেঙে ফেলেছি বাজানো স্মৃতির টেপ.......l ©Satanik Sil

 ১
যে কুরে খায় , আর পুড়ে যায় 
আমি তাকে ডাকি প্রতি রাতে 
আমার ছাদে ।

যার অভিনয় দেখে লাগে ভয় 
সে কাজলা চোখ আর মুখোশ ঘষে 
আমার কাঁধে ।

মুখে মেরে সেলোটেপ ।
কসেছি হ্যান্ড ব্রেক ।
ভেঙে ফেলেছি বাজানো 
স্মৃতির টেপ । (২)

২
যা পাবো না, তাকে ছোবোনা
শুধু অল্প উষ্ণ গরম ঘরে
দেখবো ফাঁকে ।

তার শব্দকোষ ভরে রাখে দোষ ।
আমার বিশৃঙ্খলা জামার বোতাম 
খুঁজছে তাকে ।

মুখে মেরে সেলোটেপ ।
কসেছি হ্যান্ড ব্রেক ।
ভেঙে ফেলেছি বাজানো 
স্মৃতির টেপ । (২)

৩
লাল বাতির গাড়ি, তোমায় পেতে পাড়ি 
দিয়েছে বৃষ্টির জলে ।
শব্দ শূন্যতায় ঘুমাচ্ছিলে তুমি 
শরীর ছেড়ে নির্জনে ।

ডেকেছি অনেক বার, হয়তো এক বার 
ছুঁয়েছি জমা হাত তোমার ।
সে দিন পালিয়েছি ,যেদিকে হিসেব নেই
প্রতি চুম্বনে ক্ষমার ।

ও...........

মুখে মেরে সেলোটেপ ।
কসেছি হ্যান্ড ব্রেক ।
ভেঙে ফেলেছি বাজানো 
স্মৃতির টেপ.......l

©Satanik Sil

সেলোটেপ | Cellotape #bangla #Bengali #Bengali_poem #song #lyrics #lyricist #Nojoto #Love #SAD #Life

13 Love

১ শেষ করে নাও যত কথা বাকি বয়স বাড়লে দেবে ফাঁকি বালি মেখে চলো আজ রাতে আলোর ঘর বানাই । যদি মুক্ত এনে দিতে পারো থেকে যাবো আরও বছর বারো এক শীতে ছাদে দিলখুশ খাবো সোয়েটার ছাড়াই । যেটুকু ভয় কাড়ছে ঘুম রাতে পর্দায় চোখ করছো আড়াল । যে হাত তোমার স্পর্শ চায় পেতে তার সাথে তুমি সমান্তরাল । (২) ২ মানে না কোনো রং তুলির আঘাতে । মুঠো করে অভিমান আগলে রেখে, চোখের ঈশান কোণ রাত্রি জাগাতে হয়েছে জমা মেঘদল । উঠেছি অনেক সিঁড়ি ভাঙতে পারিনি তুলো দিয়ে বাঁধানো কঠিন স্মৃতি । কালপুরুষেরা তোমায় না দেখে কেঁদেছে মন চঞ্চল । শেষ করে দাও যত কথা বাকি আজ দিও না আমায় ফাঁকি । ভুলে গিয়ে আলোর নতুন ঘর বানাই । যদি মুক্ত এনে দিতে পারো তবে থাকতে পারি বছর বারো । চলো দিলখুশ খাবো ছাদে সোয়েটার ছাড়াই । ও...... যেটুকু ভয় কাড়ছে ঘুম রাতে পর্দায় চোখ করছো আড়াল । যে হাত তোমার স্পর্শ চায় পেতে তার সাথে তুমি সমান্তরাল । (২) ©Satanik Sil

#Romantic #Bengali #romance #Bangla #lyrics  ১
শেষ করে নাও যত কথা বাকি 
বয়স বাড়লে দেবে ফাঁকি 
বালি মেখে চলো আজ রাতে
আলোর ঘর বানাই ।

যদি মুক্ত এনে দিতে পারো
থেকে যাবো আরও বছর বারো 
এক শীতে ছাদে দিলখুশ খাবো 
সোয়েটার ছাড়াই ।

যেটুকু ভয় কাড়ছে ঘুম রাতে
পর্দায় চোখ করছো আড়াল  ।
যে হাত তোমার স্পর্শ চায় পেতে
তার সাথে তুমি সমান্তরাল । (২)

২
মানে না কোনো রং তুলির আঘাতে ।
মুঠো করে অভিমান আগলে রেখে,
চোখের ঈশান কোণ রাত্রি জাগাতে 
হয়েছে জমা মেঘদল ।

উঠেছি অনেক সিঁড়ি ভাঙতে পারিনি
তুলো দিয়ে বাঁধানো কঠিন স্মৃতি ।
কালপুরুষেরা তোমায় না দেখে 
কেঁদেছে মন চঞ্চল ।

শেষ করে দাও যত কথা বাকি 
আজ দিও না আমায় ফাঁকি ।
ভুলে গিয়ে আলোর নতুন ঘর বানাই । 

যদি মুক্ত এনে দিতে পারো
তবে থাকতে পারি বছর বারো ।
চলো দিলখুশ খাবো ছাদে সোয়েটার ছাড়াই ।

ও......

যেটুকু ভয় কাড়ছে ঘুম রাতে
পর্দায় চোখ করছো আড়াল  ।
যে হাত তোমার স্পর্শ চায় পেতে
তার সাথে তুমি সমান্তরাল । (২)

©Satanik Sil

সমান্তরাল | Samantaral #Bangla #Bengali #Bengal #Song #lyrics #nojoto #lovs #life #Romantic #romance

12 Love

১ ভুল করে ছুঁয়ে ফেলি কৃষ্ণচূড়া ঠিক হাতে গোলাপ তুলে দিও । যেটুকু হিসেব বাকি, আজ তোলা থাক । রাতের আদরে শোধ নিও । মিঠে সকালের কথা কখনও বৃষ্টি ভেজা তোমার লালচে অভিমান । হলুদ মাঠের শেষে একটা ফুলের ঘর কেউ জানে না তার নাম । একজন আছে বসে গন্ধ ভোলেনি আজও । রেখেছে প্রতি কথার দাম । (২) ২ নিভছে প্রদীপ রাতে তোমায় গোপন করে লুকোচুরি তোমার খেলা । মিছি মিছি ভুল ত্রুটি এক ছাদে দুজনে দেখেছি আলোর মেলা । একজন বসে আছে গন্ধ ভোলেনি আজও । তোমার কুঁড়ি দিয়ে সাজিও । ভুল করে ছুঁয়ে ফেলি কৃষ্ণচূড়া ঠিক হাতে গোলাপ তুলে দিও । যেটুকু হিসেব বাকি, আজ তোলা থাক । রাতের আদরে শোধ নিও । ©Satanik Sil

#Bengalisong #banglasong #drowning #Bengali #romance  ১
ভুল করে ছুঁয়ে ফেলি কৃষ্ণচূড়া
ঠিক হাতে গোলাপ তুলে দিও ।
যেটুকু হিসেব বাকি, আজ তোলা থাক ।
রাতের আদরে শোধ নিও ।

মিঠে সকালের কথা
কখনও বৃষ্টি ভেজা 
তোমার লালচে অভিমান ।
হলুদ মাঠের শেষে 
একটা ফুলের ঘর
কেউ জানে না তার নাম ।

একজন আছে বসে 
গন্ধ ভোলেনি আজও ।
রেখেছে প্রতি কথার দাম । (২)

২
নিভছে প্রদীপ রাতে 
তোমায় গোপন করে 
লুকোচুরি তোমার খেলা ।
মিছি মিছি ভুল ত্রুটি 
এক ছাদে দুজনে
দেখেছি আলোর মেলা ।

একজন বসে আছে 
গন্ধ ভোলেনি আজও ।
তোমার কুঁড়ি দিয়ে সাজিও ।

ভুল করে ছুঁয়ে ফেলি কৃষ্ণচূড়া
ঠিক হাতে গোলাপ তুলে দিও ।
যেটুকু হিসেব বাকি, আজ তোলা থাক ।
রাতের আদরে শোধ নিও ।

©Satanik Sil

ফুলের ঘর | House of Flowers #Bangla #Bengali #Song #banglasong #Bengalisong #lyrics #life #romance #drowning

13 Love

ফিরে আসি আমি বার বার ফিরে যাই তোমার অল্প ডাকেই । রেলগাড়ি থামে বেনামী স্টেশনে এক টুকরো তোমার ছবি এঁকে । নোনা জলে ভেসে, তোমাকে ভালোবেসে কত শীত যে রোদ হয়ে যায় । তোমার কাছে এসে, লুকিয়ে ফেলি হেসে ভাঙ্গা ঘরে কে তোমাকে সাজায় । আরও আরও দাও তুমি কল্পনা নিভে যাক জটিল শব্দরা । আমাকে জোর করে হাতে বেঁধে নাও তুমি গল্পে হারানো শুকতারা । চারিদিকে ভাসে কালো মুখ কেউ শুনছে না খাস খবর । পঞ্জিকা ঘেঁটে তোমার সাথে যাবো ভিক্টোরিয়া কিংবা কবর । আরও আরও দাও তুমি কল্পনা নিভে যাক জটিল শব্দরা । আমাকে জোর করে হাতে বেঁধে নাও তুমি গল্পে হারানো শুকতারা । ফিরে গিয়েও হেরে আসি যতবার তোমায় বাসি ভালো । তোমার ছবি অন্য স্টেশন দেখার আশায় দিন গুনি আজও । ©Satanik Sil

#Bengali #Bangla #lyrics #return #Song   ফিরে আসি আমি বার বার
ফিরে যাই তোমার অল্প ডাকেই ।
রেলগাড়ি থামে বেনামী স্টেশনে
এক টুকরো তোমার ছবি এঁকে ।

নোনা জলে ভেসে, তোমাকে ভালোবেসে 
কত শীত যে রোদ হয়ে যায় ।
তোমার কাছে এসে, লুকিয়ে ফেলি হেসে
ভাঙ্গা ঘরে কে তোমাকে সাজায় ।

আরও আরও দাও তুমি কল্পনা 
নিভে যাক জটিল শব্দরা ।
আমাকে জোর করে হাতে বেঁধে নাও
তুমি গল্পে হারানো শুকতারা ।

চারিদিকে ভাসে কালো  মুখ 
কেউ শুনছে না খাস খবর ।
পঞ্জিকা ঘেঁটে তোমার সাথে যাবো 
ভিক্টোরিয়া কিংবা কবর ।

আরও আরও দাও তুমি কল্পনা 
নিভে যাক জটিল শব্দরা ।
আমাকে জোর করে হাতে বেঁধে নাও
তুমি গল্পে হারানো শুকতারা ।

ফিরে গিয়েও হেরে আসি যতবার তোমায় 
বাসি ভালো ।
তোমার ছবি অন্য স্টেশন দেখার আশায়
দিন গুনি আজও ।

©Satanik Sil

ফিরে আসি আমি বার বার #alone #return #Nojoto #Bengali #Bangla #Song #lyrics

11 Love

দূরত্ব...... দূরত্ব বেড়ে যাবে আরও । ডাকবে তোকে রাত গভীর বারো । গিটারে গান , চায়ে চুমুক সমান করে দেবে গায়ে মাখা ভোরের আলো । দূরত্ব ...... ও দূরত্ব...... ২ কোন উপমহা দেশের কোলে ঘুমিয়ে থাকে এক বেদুইন ? কত দূরে তার মাটির অজুহাত বলতে পারে চশমা প্রবীণ । আ...... আমি পাহাড় হলে তুমি নদীতে ভেসে যাওয়া কত খেলনা বাটি । ঢেউয়ে আসা তুমি নরম বালি আর আমার ছোঁয়ায় কাঁদে কঠিন মাটি । দেখেছি আকাশ পানে , কেউ ধুলোর তুলি টানে । গিটারে গান, চায়ে চুমুক সমান করে দেবে হাওয়ায় ভাসা ভোরের গানে । দূরত্ব..... ও দূরত্ব.... ৩ একটা ধোঁয়ার টান, চাউমিন, পকোড়া গঙ্গা, গরম চা , সানসেট । দেখেছি কত আতশ বাজির খেলা রাতে জড়িয়ে সাদা ব্ল্যাঙ্কেট । ওহ....... একলা লাগে, তাই একলা হাত বাড়াই নিস্তেজ আমার অনুভূতি । ভোলে আম্ফান চুম্বন শ্রাবণের গলায় জড়িয়ে দামী পুঁথি । যত বেনামী আর কমদামী কথা আজকে অকারণ আমি তোমার অপেক্ষায় নতুন তুমি পাওয়ার কারণ ©Satanik Sil

#distance #boatclub #Bengali #Bangla #lyrics  দূরত্ব......
দূরত্ব বেড়ে যাবে আরও ।
ডাকবে তোকে রাত গভীর বারো ।
গিটারে গান , চায়ে চুমুক সমান 
করে দেবে গায়ে মাখা ভোরের আলো ।
দূরত্ব ...... ও দূরত্ব......
২
কোন উপমহা দেশের কোলে
ঘুমিয়ে থাকে এক বেদুইন ?
কত দূরে তার মাটির অজুহাত 
বলতে পারে চশমা প্রবীণ ।
আ......
আমি পাহাড় হলে তুমি নদীতে 
ভেসে যাওয়া কত খেলনা বাটি ।
ঢেউয়ে আসা তুমি নরম বালি আর
আমার ছোঁয়ায় কাঁদে কঠিন মাটি ।
দেখেছি আকাশ পানে , 
কেউ ধুলোর তুলি টানে ।
গিটারে গান, চায়ে চুমুক সমান
করে দেবে হাওয়ায় ভাসা ভোরের গানে ।
দূরত্ব..... ও দূরত্ব....
৩
একটা ধোঁয়ার টান, চাউমিন, পকোড়া 
গঙ্গা, গরম চা , সানসেট ।
দেখেছি কত আতশ বাজির খেলা
রাতে জড়িয়ে সাদা ব্ল্যাঙ্কেট ।
ওহ.......
একলা লাগে, তাই একলা হাত বাড়াই 
নিস্তেজ আমার অনুভূতি ।
ভোলে আম্ফান চুম্বন শ্রাবণের 
গলায় জড়িয়ে দামী পুঁথি ।

যত বেনামী আর কমদামী কথা আজকে অকারণ
আমি তোমার অপেক্ষায় নতুন তুমি পাওয়ার কারণ

©Satanik Sil

দুরত্ব | distance #Bengal #Bengali #Bangla #Song #lyrics #love #distance #life #nojoto #boatclub

16 Love

১ আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা । সরল মানুষ হাটে মাথায় বোঝা । রোজ রোজ কত শত , প্রেম ব্যাথা আর ক্ষত । লাল নীল জল গিলে , সব কথা ভুলে যায় । আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা । সরল মানুষ হাটে মাথায় বোঝা । ২ আমি পুলিশ হলে তোমার মাথায় বাড়ি । ল্যাম্পপোস্ট হলে তুমি রাতের শাড়ি । আমি সেফটি হলে তুমি ছুঁচালো পিন । তোমার আমার স্বপ্ন লেখে গ্রীন স্ক্রিন । ও...... ও...... ও...... তুমি ব্যস্ত ঘরে রাতে করছো মিটিং , টেবিলে খুলে এনগেজমেন্ট রিং । আমি টেডি বিয়ার কিনে বাড়ি ফিরি । এক ঘেয়েমি লাগে এই মার্বেল সিঁড়ি । রোজ রোজ কত শত প্রেম ব্যাথা আর ক্ষত এক ছোঁয়া বিছানায় সব কথা ভুলিয়ে দেয় । ৩ আমার পকেট মোটা, তুমি গিরগিটি । তোমার চোখের তলায় ব্ল্যাক কফি । ধুলোর শরীর চায় এক মুঠো ভাত । চার পায়ে খিদে মেটাও করে আঘাত । ও...... ও...... ও...... আমি বেকার ছেলেটার এক কাপ চা । গোল্ড ফ্লেক, পরিবার, নেকু প্রেমিকা । তোমার শরীর গেলে গোটা ইনস্টাগ্রাম । স্বাধীন ভারত রোজ ঠকে সেলাম । রোজ রোজ কত শত তুমি আমি হচ্ছি গত একটা চুমু খেতে খেতে সব কথা ভুলে যায় । আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা । সরল মানুষ হাটে মাথায় বোঝা । ©Satanik Sil

#nojotobangla #banglakobita #Bengali_poem #lonelynight #Bengali  ১
আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা ।
সরল মানুষ হাটে মাথায় বোঝা ।
রোজ রোজ কত শত ,
প্রেম ব্যাথা আর ক্ষত ।
লাল নীল জল গিলে , 
সব কথা ভুলে যায় ।
আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা ।
সরল মানুষ হাটে মাথায় বোঝা ।

২
আমি পুলিশ হলে তোমার মাথায় বাড়ি ।
ল্যাম্পপোস্ট হলে তুমি রাতের শাড়ি ।
আমি সেফটি হলে তুমি ছুঁচালো পিন ।
তোমার আমার স্বপ্ন লেখে গ্রীন স্ক্রিন ।
ও...... ও...... ও......
তুমি ব্যস্ত ঘরে রাতে করছো মিটিং ,
টেবিলে খুলে এনগেজমেন্ট রিং ।
আমি টেডি বিয়ার কিনে বাড়ি ফিরি ।
এক ঘেয়েমি লাগে এই মার্বেল সিঁড়ি ।
রোজ রোজ কত শত
প্রেম ব্যাথা আর ক্ষত
এক ছোঁয়া বিছানায় 
সব কথা ভুলিয়ে দেয় ।

৩
আমার পকেট মোটা, তুমি গিরগিটি ।
তোমার চোখের তলায় ব্ল্যাক কফি ।
ধুলোর শরীর চায় এক মুঠো ভাত ।
চার পায়ে খিদে মেটাও করে আঘাত ।
ও...... ও...... ও......
আমি বেকার ছেলেটার এক কাপ চা ।
গোল্ড ফ্লেক, পরিবার, নেকু প্রেমিকা ।
তোমার শরীর গেলে গোটা ইনস্টাগ্রাম ।
স্বাধীন ভারত রোজ ঠকে সেলাম ।
রোজ রোজ কত শত
তুমি আমি হচ্ছি গত
একটা চুমু খেতে খেতে
সব কথা ভুলে যায় ।
আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা ।
সরল মানুষ হাটে মাথায় বোঝা ।

©Satanik Sil

আমি কাত হয়ে দেখি #Bengali #Bangla #Song #Bengali_poem #banglakobita #nojotobangla #nojoto #lyrics #lonelynight

16 Love

১ যে কুরে খায় , আর পুড়ে যায় আমি তাকে ডাকি প্রতি রাতে আমার ছাদে । যার অভিনয় দেখে লাগে ভয় সে কাজলা চোখ আর মুখোশ ঘষে আমার কাঁধে । মুখে মেরে সেলোটেপ । কসেছি হ্যান্ড ব্রেক । ভেঙে ফেলেছি বাজানো স্মৃতির টেপ । (২) ২ যা পাবো না, তাকে ছোবোনা শুধু অল্প উষ্ণ গরম ঘরে দেখবো ফাঁকে । তার শব্দকোষ ভরে রাখে দোষ । আমার বিশৃঙ্খলা জামার বোতাম খুঁজছে তাকে । মুখে মেরে সেলোটেপ । কসেছি হ্যান্ড ব্রেক । ভেঙে ফেলেছি বাজানো স্মৃতির টেপ । (২) ৩ লাল বাতির গাড়ি, তোমায় পেতে পাড়ি দিয়েছে বৃষ্টির জলে । শব্দ শূন্যতায় ঘুমাচ্ছিলে তুমি শরীর ছেড়ে নির্জনে । ডেকেছি অনেক বার, হয়তো এক বার ছুঁয়েছি জমা হাত তোমার । সে দিন পালিয়েছি ,যেদিকে হিসেব নেই প্রতি চুম্বনে ক্ষমার । ও........... মুখে মেরে সেলোটেপ । কসেছি হ্যান্ড ব্রেক । ভেঙে ফেলেছি বাজানো স্মৃতির টেপ.......l ©Satanik Sil

 ১
যে কুরে খায় , আর পুড়ে যায় 
আমি তাকে ডাকি প্রতি রাতে 
আমার ছাদে ।

যার অভিনয় দেখে লাগে ভয় 
সে কাজলা চোখ আর মুখোশ ঘষে 
আমার কাঁধে ।

মুখে মেরে সেলোটেপ ।
কসেছি হ্যান্ড ব্রেক ।
ভেঙে ফেলেছি বাজানো 
স্মৃতির টেপ । (২)

২
যা পাবো না, তাকে ছোবোনা
শুধু অল্প উষ্ণ গরম ঘরে
দেখবো ফাঁকে ।

তার শব্দকোষ ভরে রাখে দোষ ।
আমার বিশৃঙ্খলা জামার বোতাম 
খুঁজছে তাকে ।

মুখে মেরে সেলোটেপ ।
কসেছি হ্যান্ড ব্রেক ।
ভেঙে ফেলেছি বাজানো 
স্মৃতির টেপ । (২)

৩
লাল বাতির গাড়ি, তোমায় পেতে পাড়ি 
দিয়েছে বৃষ্টির জলে ।
শব্দ শূন্যতায় ঘুমাচ্ছিলে তুমি 
শরীর ছেড়ে নির্জনে ।

ডেকেছি অনেক বার, হয়তো এক বার 
ছুঁয়েছি জমা হাত তোমার ।
সে দিন পালিয়েছি ,যেদিকে হিসেব নেই
প্রতি চুম্বনে ক্ষমার ।

ও...........

মুখে মেরে সেলোটেপ ।
কসেছি হ্যান্ড ব্রেক ।
ভেঙে ফেলেছি বাজানো 
স্মৃতির টেপ.......l

©Satanik Sil

সেলোটেপ | Cellotape #bangla #Bengali #Bengali_poem #song #lyrics #lyricist #Nojoto #Love #SAD #Life

13 Love

১ শেষ করে নাও যত কথা বাকি বয়স বাড়লে দেবে ফাঁকি বালি মেখে চলো আজ রাতে আলোর ঘর বানাই । যদি মুক্ত এনে দিতে পারো থেকে যাবো আরও বছর বারো এক শীতে ছাদে দিলখুশ খাবো সোয়েটার ছাড়াই । যেটুকু ভয় কাড়ছে ঘুম রাতে পর্দায় চোখ করছো আড়াল । যে হাত তোমার স্পর্শ চায় পেতে তার সাথে তুমি সমান্তরাল । (২) ২ মানে না কোনো রং তুলির আঘাতে । মুঠো করে অভিমান আগলে রেখে, চোখের ঈশান কোণ রাত্রি জাগাতে হয়েছে জমা মেঘদল । উঠেছি অনেক সিঁড়ি ভাঙতে পারিনি তুলো দিয়ে বাঁধানো কঠিন স্মৃতি । কালপুরুষেরা তোমায় না দেখে কেঁদেছে মন চঞ্চল । শেষ করে দাও যত কথা বাকি আজ দিও না আমায় ফাঁকি । ভুলে গিয়ে আলোর নতুন ঘর বানাই । যদি মুক্ত এনে দিতে পারো তবে থাকতে পারি বছর বারো । চলো দিলখুশ খাবো ছাদে সোয়েটার ছাড়াই । ও...... যেটুকু ভয় কাড়ছে ঘুম রাতে পর্দায় চোখ করছো আড়াল । যে হাত তোমার স্পর্শ চায় পেতে তার সাথে তুমি সমান্তরাল । (২) ©Satanik Sil

#Romantic #Bengali #romance #Bangla #lyrics  ১
শেষ করে নাও যত কথা বাকি 
বয়স বাড়লে দেবে ফাঁকি 
বালি মেখে চলো আজ রাতে
আলোর ঘর বানাই ।

যদি মুক্ত এনে দিতে পারো
থেকে যাবো আরও বছর বারো 
এক শীতে ছাদে দিলখুশ খাবো 
সোয়েটার ছাড়াই ।

যেটুকু ভয় কাড়ছে ঘুম রাতে
পর্দায় চোখ করছো আড়াল  ।
যে হাত তোমার স্পর্শ চায় পেতে
তার সাথে তুমি সমান্তরাল । (২)

২
মানে না কোনো রং তুলির আঘাতে ।
মুঠো করে অভিমান আগলে রেখে,
চোখের ঈশান কোণ রাত্রি জাগাতে 
হয়েছে জমা মেঘদল ।

উঠেছি অনেক সিঁড়ি ভাঙতে পারিনি
তুলো দিয়ে বাঁধানো কঠিন স্মৃতি ।
কালপুরুষেরা তোমায় না দেখে 
কেঁদেছে মন চঞ্চল ।

শেষ করে দাও যত কথা বাকি 
আজ দিও না আমায় ফাঁকি ।
ভুলে গিয়ে আলোর নতুন ঘর বানাই । 

যদি মুক্ত এনে দিতে পারো
তবে থাকতে পারি বছর বারো ।
চলো দিলখুশ খাবো ছাদে সোয়েটার ছাড়াই ।

ও......

যেটুকু ভয় কাড়ছে ঘুম রাতে
পর্দায় চোখ করছো আড়াল  ।
যে হাত তোমার স্পর্শ চায় পেতে
তার সাথে তুমি সমান্তরাল । (২)

©Satanik Sil

সমান্তরাল | Samantaral #Bangla #Bengali #Bengal #Song #lyrics #nojoto #lovs #life #Romantic #romance

12 Love

১ ভুল করে ছুঁয়ে ফেলি কৃষ্ণচূড়া ঠিক হাতে গোলাপ তুলে দিও । যেটুকু হিসেব বাকি, আজ তোলা থাক । রাতের আদরে শোধ নিও । মিঠে সকালের কথা কখনও বৃষ্টি ভেজা তোমার লালচে অভিমান । হলুদ মাঠের শেষে একটা ফুলের ঘর কেউ জানে না তার নাম । একজন আছে বসে গন্ধ ভোলেনি আজও । রেখেছে প্রতি কথার দাম । (২) ২ নিভছে প্রদীপ রাতে তোমায় গোপন করে লুকোচুরি তোমার খেলা । মিছি মিছি ভুল ত্রুটি এক ছাদে দুজনে দেখেছি আলোর মেলা । একজন বসে আছে গন্ধ ভোলেনি আজও । তোমার কুঁড়ি দিয়ে সাজিও । ভুল করে ছুঁয়ে ফেলি কৃষ্ণচূড়া ঠিক হাতে গোলাপ তুলে দিও । যেটুকু হিসেব বাকি, আজ তোলা থাক । রাতের আদরে শোধ নিও । ©Satanik Sil

#Bengalisong #banglasong #drowning #Bengali #romance  ১
ভুল করে ছুঁয়ে ফেলি কৃষ্ণচূড়া
ঠিক হাতে গোলাপ তুলে দিও ।
যেটুকু হিসেব বাকি, আজ তোলা থাক ।
রাতের আদরে শোধ নিও ।

মিঠে সকালের কথা
কখনও বৃষ্টি ভেজা 
তোমার লালচে অভিমান ।
হলুদ মাঠের শেষে 
একটা ফুলের ঘর
কেউ জানে না তার নাম ।

একজন আছে বসে 
গন্ধ ভোলেনি আজও ।
রেখেছে প্রতি কথার দাম । (২)

২
নিভছে প্রদীপ রাতে 
তোমায় গোপন করে 
লুকোচুরি তোমার খেলা ।
মিছি মিছি ভুল ত্রুটি 
এক ছাদে দুজনে
দেখেছি আলোর মেলা ।

একজন বসে আছে 
গন্ধ ভোলেনি আজও ।
তোমার কুঁড়ি দিয়ে সাজিও ।

ভুল করে ছুঁয়ে ফেলি কৃষ্ণচূড়া
ঠিক হাতে গোলাপ তুলে দিও ।
যেটুকু হিসেব বাকি, আজ তোলা থাক ।
রাতের আদরে শোধ নিও ।

©Satanik Sil

ফুলের ঘর | House of Flowers #Bangla #Bengali #Song #banglasong #Bengalisong #lyrics #life #romance #drowning

13 Love

Trending Topic